আরও পাঁচটি সমবায় সমিতির সঙ্গে জুড়ে যাবে আমুল। রবিবার এমনই সিদ্ধান্তের কথা জানালেন কেন্দ্রীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। মোট ৬টি বৃহত্ সমবায় মিলিয়ে একটি মাল্টি-স্টেট সমবায় সমিতি বা সংক্ষেপে MSCS গঠন করা হবে বলে জানান তিনি। নর্থ ইস্টার্ন কাউন্সিলের ৭০তম অধিবেশনে ভাষণকালে এই বিষয়ে জানান অমিত শাহ।
একীভূতকরণের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। অমিত শাহ বলেন, মোদী সরকার প্রাকৃতিক পণ্যের প্রসারের জন্য প্রাকৃতিক এবং ডিজিটাল কৃষিকে বর্তমানে অগ্রাধিকার দিচ্ছে। আর এর জন্যই একটি মাল্টি-স্টেট সমবায় সমিতি গড়ে তোলার কাজ শুরু করা হয়েছে।
তিনি বলেন, এই MSCS-র শংসাপত্রের মাধ্যমে এই জাতীয় পণ্যের রফতানি হবে। আর এর ফলে লাভের টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে। আরও পড়ুন : Amit Shah: বক্তৃতা চলাকালীন শুরু হল আজান, যা করলেন অমিত শাহ! মুগ্ধ সকলেই
আমুল আসলে একটি ব্র্যান্ড নাম। আসলে, এই নামের অধীনে 'গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন লিমিটেড' তাদের পণ্য বাজারজাত করেছে। আমুলের দুগ্ধজাত পণ্যের কদর নিয়ে নতুন করে কিছু বলার নেই।
এর আগে শুক্রবার, গ্যাংটকে উত্তর-পূর্ব কো-অপারেটিভ ডেয়ারি কনক্লেভে বক্তৃতার সময়েও এই বিষয়ে আলোকপাত করেন অমিত শাহ। শুধুমাত্র অভ্যন্তরীণ বাজারের চাহিদা মেটাতেই নয়, প্রতিবেশীদেরও পণ্য রফতানি করা হবে বলে জানান তিনি। আগামী পাঁচ বছরের মধ্যেই দেশে দুধ উৎপাদন দ্বিগুণ করার উপর জোর দেন তিনি। আরও পড়ুন : Assam to be flood-free: আট বছরে তরতরিয়ে এগিয়েছে অসম, আগামী পাঁচ বছরে বন্যা মুক্ত হবে রাজ্য-অমিত শাহ