এখন যে কাজই করতে যান না কেন, একটা আধার কার্ড আবশ্যিক। তাই স্মার্টফোনে পরিচয় পত্র হিসাবে একটা আধার কার্ডও রেখে দিতে পারেন।
সহজে, একটি লিঙ্কে গেলেই ডাউনলোড করতে পারবেন আপনার আধার কার্ড। তার জন্য একটি ডাইরেক্ট লিঙ্ক শেয়ার করেছে UIDAI ।
টুইটে UIDAI জানিয়েছে, যে কোনও সময়, যে কোনও স্থান থেকে সহজেই আধার কার্ড ডাউনলোড করতে পারবেন।
এক্ষেত্রে দুটি অপশন পাবেন। একটি হল 'রেগুলার আধার'। এতে সম্পূর্ণ আধার নম্বর দেখতে পাবেন। অন্যদিকে আরেকটি হল 'মাস্কড আধার'। অর্থাত্ শুধুমাত্র শেষ ৪টি সংখ্যা থাকবে।
এই লিঙ্কে গেলেই সরাসরি ডাউনলোড করতে পারবেন আপনার আধার কার্ড :
১. প্রথমে এই লিঙ্কে যান : eaadhaar.uidai.gov.in/
২. আপনার ১২ সংখ্যার আধার নম্বর দিন।
৩. শুধুমাত্র শেষ ৪টি সংখ্যাসহ আধার কার্ড চাইলে 'I want a masked Aadhaar'-এর চেকবক্স সিলেক্ট করে দিন। নয় তো প্রয়োজন নেই।
৪. এবার ক্যাপচা বা সিকিউরিটি কোড দিন।
৫. Send OTP-তে ক্লিক করুন।
৬. OTM আসবে আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে। (রেজিস্টার্ড নম্বরটা এখন নেই? চিন্তা করবেন না, ক্লিক করুন এইখানে)