Nipah Virus Bangladesh variant: নিপা ভাইরাসের বাংলাদেশি ভ্যারিয়েন্টের তাণ্ডব কেরলে! মারণ ক্ষমতা জোরালো, উপসর্গ কী কী? Updated: 13 Sep 2023, 04:38 PM IST Sritama Mitra কেরলের কোঝিকোডে নিপা ভাইরাসে সদ্য আক্রান্তের সংখ্যা রকেট গতিতে বাড়ছে। এলাকার ৭ টি গ্রামকে রাতারাতি কন্টেইনমেন্ট জোন ঘোষণা করেছে প্রশাসন। সোমবার কোঝিকোডের প্রাইভেট হাসপাতালে ২ জন নিপা রোগীর মত্যু হয়েছে।