এক দিকে যখন বিয়েতে আলিয়া ভাটের মেকআপ নিয়ে প্রশংসা চরমে পৌঁছেছে, বেশির ভাগ অনুরাগীরাই বলেছেন, বিয়েতে আলিয়াকে দারুণ লাগছিল, ঠিক তখনই অন্য কথা বলে নজর কাড়লেন সমীরা খান। তিনি বলেছেন, বিয়েতে আলিয়া যেভাবে সেজেছিলেন, তা কুৎসিত এবং মাথা গরম করে দেওয়ার মতো। অন্য দেশের পাত্রীদের মেকআপের সঙ্গে তিনি তুলনা করেও দেখতে বলেছেন আলিয়ার মেকআপ।
কিন্তু কে এই সমীরা খান?
আমেরিকার এই টেলিভিশন সঞ্চালক ২০১৫ সালে মিস নিউ জার্সি হয়েছিলেন। বর্তমানে তিনি পুরোপুরি সঞ্চালনার কাজে যুক্ত। তার পাশাপাশি নিজের সোশ্যাল মিডিয়ায় তিনি অন্যদের Makeup নিয়ে নানা পরামর্শ দেন।
আলিয়ার বিয়ের সাজ কুৎসিত এবং মাথা গরম করে দেওয়ার মতো বলেই তিনি থামেননি, একই সঙ্গে একটি Video প্রকাশ করে জানিয়ে দিয়েছেন, Bridal Makeup কেমন হওয়া উচিত। আর তার পর থেকেই তাঁকে নিয়ে হাসাহাসি চরমে পৌঁছেছে।
তবে শুধু কুৎসিত এবং মাথা গরম করে দেওয়ার মতো সাজই বলেননি তিনি। বলেছেন, লেবানন, পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশের পাত্রীদের বিয়ের সাজ দেখতে এবং তার সঙ্গে আলিয়ার সাজের তুলনা করতে। তাহলেই নাকি পরিষ্কার হয়ে যাবে, কেন তিনি আলিয়ার সমালোচনা করছেন। পাশাপাশি তাঁর বক্তব্য, এটাই যদি এখনকার ট্রেন্ড হয়, তাহলে বুঝতে হবে সৌন্দর্য্য বোধ এবং তার মান ক্রমশ পড়ে যাচ্ছে।