আসছে নতুন ওয়েব সিরিজ 'জনি বনি'। পরিচালনায় অভিজিৎ চৌধুরী। অভিনয় করছেন দেবাশিস মণ্ডল, স্বস্তিকা দত্ত, অঙ্কিত মজুমদার, কমলেশ্বর মুখোপাধ্যায়, লোকনাথ দে, অনির্বাণ ভট্টাচার্য, যুধাজিৎ সরকার, শুভস্মিতা মুখোপাধ্য়ায়, পুষ্পিতা মুখোপাধ্য়ায়, জয়তী চক্রবর্তী, অভ্যুদয় দে এবং তুষিতা বন্দ্যোপাধ্য়ায় সহ আরও অনেকে। প্রযোজনায় 'মিলকি ওয়ে ফিল্মস'।
সিরিজে একজন তরুণ পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন দেবাশিস মণ্ডল। তাঁর চরিত্রের নাম জনার্দন দাস অর্থাৎ জনি। দেবাশিসের স্ত্রী'র চরিত্রে রয়েছেন স্বস্তিকা দত্ত ৷ জনি, তার স্ত্রী এবং স্ত্রী'র বোনের ছেলে বনিকে নিয়েই এগোবে এই সিরিজের গল্প। বনির চরিত্রে রয়েছেন অঙ্কিত মজুমদার।
সিরিজের কাহিনী কীভাবে এগোবে?
তরুণ পুলিশ অফিসার জনার্দন দাস ওরফে জনি চায় বড় কোনও কেসের তদন্ত করতে। এ দিকে বড় কেস তো দূর, জনির পোস্টিং হয় স্থানীয় পলিটিশিয়ান প্রমোদ সেনের বাড়ির নিরাপত্তার তদারকির দায়িত্বে। প্রোমোদ সেনের স্ত্রী সুরমা, জনিকে বাড়ির ছেলে হিসেবে ভালোবাসেন বলে দাবি করেন। প্রোমোদের আপত্তি থাকা সত্ত্বেও, বাড়ির বাজার করা থেকে শুরু করে পোষ্যর দেখাশুনো এমনকী সবরকমের গৃহস্থালি কাজ করাই জনির প্রধান দায়িত্ব হয়ে দাঁড়ায়।
জনিকে ওর স্ত্রী আঁখির কাছে ডিউটি নিয়ে মিথ্যে গল্প দিতে হয়, কারণ আর যাই হোক স্ত্রীর চোখে নিজেকে ছোট করতে পারবে না সে। বার বার চেষ্টা করা সত্ত্বেও জনি কিছুতেই থানা থেকে ডিউটি বদলাতে পারেনি।

এর মধ্যে আঁখির দিদির ছেলে, তেরো বছরের বনি, দুর্গাপুরে ওর বাড়ি থেকে পালিয়ে, জনার্দনদের বাড়িতে এসে হাজির হয়। কলকাতায় একটা দাবা টুর্নামেন্টে যোগ দিতে চায় সে। জনি এবং বনির মধ্যে সম্পর্কটা একটু গোলমেলে, অনেকটা টম এন্ড জেরির মত। জনি চায় বনি বড়দের শাসন মেনে কাজ করুক। কিন্তু বনি কিছুতেই বিশ্বাস করে না ছোটরা বড়দের থেকে কম বোঝে। একই মধ্যে জনির মিথ্য়েগুলি আঁখির চোখের সামনে একে একে তুলে ধরতে শুরু করে বনি।
জনির ভাগ্যচক্রে হঠাৎ পরিবর্তন আসে। তিনজন দুষ্কৃতী প্রোমোদ সেনের বাড়িতে হঠাৎ হামলা করে। নিখোঁজ হয় প্রোমোদ সেনের মেয়ে রিমিও। ওদিকে বনির দাবা টুর্নামেন্টের দিন আসন্ন। ওর নেপথ্যে রয়েছে আরও বড় গল্প! জনি কি পারবে তার কেরিয়ারের প্রথম কেসের সমাধান করতে? বনি কি পারবে দাবা টুর্নামেন্টে জিতে নিজেকে প্রমাণ করতে? নাকি দুজনকে লক্ষ্য পূরণ করতে একে অন্যের সাহায্য নিতে হবে। পরতে পরতে রহস্য, দাবার চাল, অলীক স্বপ্ন ছুঁতে চাওয়া এক পুলিশ অফিসার এবং এক কিশোরের আখ্যান নিয়েই গল্প 'জনি বনি'।
সিরিজের কাহিনী, চিত্রনাট্য এবং পরিচালনার দায়িত্বে রয়েছেন অভিজিৎ চৌধুরী। প্রযোজনায় দেব সরকার। সঙ্গীত পরিচালনায় আকিব হায়াত। চিত্রগ্রহণে শুভদীপ দে। ওটিটি প্ল্যাটফর্ম ক্লিকে আসছে এই ওয়েব সিরিজ।