রাজস্থানের 'গোলাপি শহর' জয়পুরে রয়েছেন এখন অভিনেত্রী নুসরত জাহান, সঙ্গে বর যশ দাশগুপ্ত। সেখান থেকে একাধিক ছবি-ভিডিয়ো শেয়ার করে চলেছেন তাঁরা। তবে যশ এমন কাজ করলেন নুসরতের সঙ্গে, যা দেখে তো খচে লাল অভিনেত্রী। শুধু তাই নয়, নিজেই তা শেয়ার করে নিলেন ইনস্টাগ্রামে।
একটি ভিডিয়ো শেয়ার করেছেন যশ। যার ক্যাপশনে লেখা ‘বয়েজ উইল বি বয়েজ। তা @nusratchirps কেমন লাগল ছবিটা?’ এবার চলুন জেনে নিই কী এমন করলেন তিনি। ভিডিয়োতে দেখা যাচ্ছে সাজুগুজু করে বেশ ছবির জন্য পোজ দিচ্ছিলেন নুসরত। আর ছবি তুলে দিচ্ছিলেন যশ। ওমা হঠাৎই ফ্রন্ট ক্যামেরা অন করে নিজের সেলফি নিতে শুরু করে দেন। এদিকে নুসরত তো এসব না জেনেই পোজ দিতে ব্যস্ত। খানিক পরে যেই না ছবি কেমন উঠেছে দেখতে আসেন, দেখেন গ্যালারিতে যশের ছবি। আরও পড়ুন: প্লেনের মেঝেতেই বসে পড়লেন সৌরভ দাস, বিব্রত বিমান সেবিকা! কীসে এত গোসা হল ?
যশের এই পোস্টের কমেন্ট সেকশনে নুসরত লিখলেন, ‘এবার আমার প্রতিশোধের জন্য অপেক্ষা করো… মিস্টার হিরো।’ আর অভিনেত্রী ‘বোনুয়া’ মিমি লিখলেন, ‘মরে গেলাম’, সঙ্গে কতগুলো হাসতে হাসতে চোখে জল আসার ইমোজি। এদিকে মিমিও কিন্তু রয়েছেন এখন জয়পুরেই। দুজনেই রয়েছেন oul Festival-2023-তে। একই জায়গা থেকে আলাদা আলাদা ছবি শেয়ার করছেন, একে-অপরের পোস্টে কমেন্ট করছেন। কিন্তু দুই বোনুয়া কিছুতেই এক ফ্রেমে ধরা দিচ্ছেন না। যা নিয়ে চলছে একাধিক গুঞ্জন। আরও পড়ুন: লুকিয়ে মিশরীয় কন্যের সঙ্গে দ্বিতীয় বিয়ে টিভি অভিনেতা ভিভিয়ানের! চিনুন পাত্রীকে
২০২১ সালে সন্তানের জন্ম দিয়েছেন নুসরত। পরে জানা যায় তাঁর ছেলে ঈশানের বাবা অভিনেতা যশ দাশগুপ্ত। পরে নিজের ‘বর’ বলেও যশকে উল্লেখ করেন নুসরত। যদিও কবে, কখন, কোথায় বিয়েটা হয়েছে সে সম্পর্কে মুখ খোলেননি কেউই। তবে এখন যশের ফ্ল্যাটেই থাকছেন ছেলেকে নিয়ে।
কাজের সূত্রে, যশ খুব জলদি ডেবিউ করবেন বলিউডে। ইয়ারিয়া ২-তে তাঁকে দেখা যাবে দিব্যা খোসলা কুমারের সঙ্গে। অন্য দিকে, নুসরত জাহানকে শেষ দেখা গিয়েছে ‘স্বস্তিক সঙ্কেত’-এ। মুক্তির অপেক্ষায় ‘জয়কালী কলকাত্তাওয়ালি’ আর ‘মাস্টারমশাই আপনি কিছু দেখেননি’। সঙ্গে সাংসদ হিসেবে দায়িত্ব তো রয়েইছে।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক )