
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
মহাষ্টমীর সন্ধ্যায় সেজেগুজে ছেলেকে নিয়ে ছবি দিলেন নুসরত জাহান। কিন্তু ছবি পোস্ট করার জন্য এমন কটাক্ষ শুনতে হবে তা বোধহয় দুঃস্বপ্নেও কল্পনা করেননি নুসরত। চলতি বছর মার্দাস ডে-তেই ছেলের মুখ প্রকাশ্যে এনেছিলেন নায়িকা। একটা সময় ইশানের পিতৃপরিচয় নিয়ে কম কটাক্ষ শুনতে হয়নি তাঁকে।
তবে ইশানের ছবি দেখে সকলেই থ হয়েছিল। কারণ ইশান পুরো ‘ছোট্ট যশ’। সপ্তমীর দিন ছিল যশের জন্মদিন। আদর করে বাবাকে কেক খাইয়ে দিচ্ছিল ইশান। সেই ছবি ভাইরাল হয়েছিল। অষ্টমীর দিনও লাল সুতোর কাজ করা সাদা পাঞ্জাবিতে সেজে ইশান। মায়ের কোলে পোজে পোজ দিল সে। যশের দৃষ্টি ছেলের দিকে। এই ক্যানডিড মুহূর্তের ছবি পোস্ট করে অষ্টমীর শুভেচ্ছা জানান নুসরত।
সোনালি স্লিভলেস ব্লাউজ আর লাল শাড়িতে ঝলমলে নুসরত। ছেলের মতোই যশের পরনে ধুতি-পাঞ্জাবি। আসমানি রঙা পাঞ্জাবি আর চোস্তে কেতাদুরস্ত যশ। কিন্তু এই হ্যাপি ফ্যামিলি পিকে জায়গা হয়নি যশের বড় ছেলে রিয়াংশের। যশের প্রথম পক্ষের সন্তান সে। বাবা-মা'র বিচ্ছেদের পর বাবার কাছেই থাকে সে। ঠাকুমা-ঠাকুর্দার আদর-যত্নেই বড় হয়েছিল রিয়াংশ। সোশ্যাল মিডিয়া থেকে বড় ছেলেকেও দূরেই রাখেন যশ। কিন্তু এমন খুশির দিনে ছোট ছেলে যখন ক্যামেরার সামনে তখন বড় ছেলে কোথায়? সেই প্রশ্ন অনেকের মনেই উঁকি দিয়েছে।
একজন কটাক্ষ করে লেখেন, ‘নুসরত এসে রিয়াংশ কে লাথি দিয়ে ভাগিয়ে দিয়েছে।’ অনেকে আবার নুসরতের সাজ নিয়ে ট্রোল করেছেন। এদিন নায়িকার সিঁথি রাঙানো ছিল যশের নামের সিঁদুরে। ধর্ম টেনে বিদ্রুপ করা হয় অভিনেত্রীকে। নুসরত অবশ্য বরাবরই এই সব বিতর্ক গায়ে মাখেন না। কারণ মতে, ‘ধর্ম যার যার, উৎসব সবার’। ইদ হোক আর দুর্গাপুজো, সবেতেই সমান উৎসাহে সামিল হন তিনি।
আরও পড়ুন-দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা! মহাষ্টমীর দিন ছেলের সঙ্গে মায়ের সামনে হল্লোড় কোয়েলের
এদিন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তীর সঙ্গেও জমিয়ে পোজ দিতে দেখা গেল নুসরতকে। লাল শাড়িতে টুইনিং করলেন দুই বন্ধু। প্রতি বছরের মতো এইবারও দুর্গাষ্টমীর দিন অঞ্জলি দিয়েছেন, ভোগ খেয়েছেন নুসরত। এই প্রথা ভাঙেনি। নুসরতের কথায়, ‘বিশ্বাস কোনও ধর্মের উপর নির্ভর করে না।’
২০২১ সালের অগষ্ট মাসে মা হয়েছিলেন নুসরত। দেখতে দেখতে খুদে ইশানের বয়স এখন সাড়ে তিন বছর। দাদার সঙ্গে দারুণ বন্ধুত্ব তাঁর। সেই বন্ডিং-এর কথা বহুবার বলেছেন নুসরত। ভাইকে সারাক্ষণ আগলে রাখে রিয়াংশ।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports