২০১৫ সালে মুক্তি পাওয়া ‘শানদার’ ছবিতে প্রথমবার বাবা পঙ্কজ কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে দেখা গিয়েছিল শাহিদ কাপুরকে। যদিও অভিনেতার কেরিয়ারের অন্যতম ব্যর্থ ছবি ‘শানদার’। যা দেখে হতাশ হতে হয়েছিল শাহিদ ভক্তদের। এমনকী, নিজের কেরিয়ারের এই ‘ব্যর্থতা’ নিয়ে কখনও কখন প্রকাশ্যে মজাও করেছেন তিনি। ফের ‘জার্সি’তে দেখা যাবে বাবা-ছেলের জুটি!
সে সময় পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহিদ জানিয়েছিলেন, ‘বাবা খুব ন্যাচারাল অ্যাক্টর। অন্য দিকে বাবার সঙ্গে স্ক্রিন শেয়ার করার সময় আমার মনে হত, আমি ওভারঅ্যাক্টিং করে ফেলছি। প্রথম শটেই চারটে রিটেক নিয়েছিলাম। যদিও বাবার সঙ্গে কাজ করা, একই ফ্রেম শেয়ার করা আমার জীবনের একটা সুন্দর অভিজ্ঞতা ছিল।’

‘শানদার’এর শ্যুটের সময় কখনও শাহিদের অভিনয়ের ভুল ধরিয়ে দেননি? এই প্রশ্নও একবার রাখা হয়েছিল পঙ্কজ কাপুরের সামনে। যার উত্তরে এই বর্ষীয়ান অভিনেতা জানিয়েছিলেন, ‘আমি অভিনয় করার সময় নিজের চরিত্র নিয়েই খুব অনিশ্চিত বোধ করি। তাই সেটাতেই বেশি করে মন দেই। আর একজন কো-অ্যাক্টর হিসেবে শাহিদের ভুল ধরিয়ে দেওয়া আমার কাজ নয়। প্রত্যেক সেটেই সেই কাজটা করেন পরিচালক।’
এর আগে ২০১১ সালে পঙ্কজ কাপুরের পরিচালনায় ‘মসম’ ছবিতে অভিনয় করেছিলেন শাহিদ। বহু বছর পর আবারও তাঁদের দেখা যাবে শাহিদের নতুন ছবি ‘জার্সি’তে। দিওয়ালিতেই মুক্তি পাওয়ার কথা রয়েছে ছবিটির। অক্ষয় কুমার অভিনীত ‘পৃথ্বীরাজ’-এর সঙ্গে বক্সঅফিসে ক্ল্যাশ করবে ‘জার্সি’।