এইবারও শেষ চারে পৌঁছানোর অস্বপ্ন কার্যত অধরাই থেকে যেতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। আইপিলএলের ১৬ বছরের ইতিহাসে একবারও ট্রফি জেতেনি দক্ষিণের এই তারকাখচিত দল। ব্যর্থতার ভারে অধিনায়কত্ব আগেই ছেড়েছেন কোহলি, তবুও ভাগ্য ফেরেনি দলের। শেষ চারে জায়গা পেতে শুধু শেষ দুই ম্যাচ জিতলেই হবে না, অন্য দলের রেজাল্টের দিকেও তাকিয়ে থাকতে হবে ফ্যাফ ডুপ্লেসির দলকে।
এর মাঝেই ম্যাচের টেনশন থেকে দূরে খানিকটা পারিবারিক সময় কাটালেন বিরাট। স্ত্রী অনুষ্কা ও বন্ধুদের সঙ্গে নৈশভোজে গিয়েছিলেন বিরাট। শহরের এক রেস্তোরাঁয় হাসিমুখে পাওয়া গেল বিরুষ্কাকে।
কালো পোশাকে রং মিলান্তি
ছবিতে বিরাটের কাঁধে হাত রেখে পোজ দিলেন অনুষ্কা। দু'জনেই ক্যামেরার দিকে তাকিয়ে হাসলেন। আরেকটি ছবিতে রেস্তোরাঁর কর্মীদের সঙ্গে পোজ দেওয়ার সময় বিরাটকে জড়িয়ে ধরেন অনুষ্কা। দুজনের পোশাকে রং মিলান্তি। ডেট নাইটে অনুষ্কার পরনে ছিল কালো-সাদা ফ্লোরাল টপ এবং প্যান্ট পরেছিলেন। সাদা-কালো শার্ট ও প্যান্টে দেখা গেল বিরাটকে। তিনি একটি টুপিও পরেছিলেন।
অন্তরাল থেকে প্রকাশ্যে আসেন অনুষ্কা
গত ১ মে ছিল অনুষ্কার ৩৬তম জন্মদিন। সেই সময়ও বিরাটের সঙ্গে ডিনার ডেট এনজয় করতে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। গত ফেব্রুয়ারিতে লন্ডনে দ্বিতীয় সন্তানের জন্ম দেন অনুষ্কা। ছেলের জন্মের পর থেকে অন্তরালেই ছিলেন অভিনেত্রী। বেঙ্গালুরুর ক্রিকেট স্টেডিয়ামে প্রথম জনসমক্ষে আসেন অনুষ্কা। চিন্নাস্বামী স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে বিরাটের দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে সমর্থন জানাতে দেখা যায় তাঁকে।
বিরাট শুভেচ্ছা বার্তা
বেঙ্গালুরুতে বিরাট ও আরসিবি সতীর্থদের সঙ্গে জন্মদিন পালন করেন অনুষ্কা। আরসিবি খেলোয়াড় ফাফ ডু প্লেসিস নায়িকার বার্থ ডে সেলিব্রেশনের ঝলক শেয়ার করেছিলেন। বউকে জন্মদিনের আদুরে শুভেচ্ছা জানিয়ে বিরাট লিখেছেন, 'তোমাকে না পেলে আমি একেবারে হারিয়ে যেতাম। শুভ জন্মদিন, আমার ভালবাসা। তুমি আমাদের দুনিয়ার আলো। আমরা তোমাকে অনেক ভালোবাসি'।
কোন অঙ্কে প্লে-অফে যেতে পারে আরসিবি?
আরসিবি সপ্তম স্থানে রয়েছে এবং একক বা যৌথ ভাবে পয়েন্ট টেবলের শীর্ষ চারে তাদের শেষ করার সম্ভাবনা ক্ষীণ। আজ দিল্লিকে হারানোর পাশাপাশি আগামী ১৮ মে চেন্নাইকে পরাস্ত করতে হবে আরসিবিকে। শেষ দুটি ম্যাচে জিতলে আরসিবির পয়েন্ট হবে ১৪।
শুধু জিতলে হবে না, বিরাটদের তাকিয়ে থাকতে হবে বাকিদের দিকে। বাকি ম্যাচগুলোয় হারতে হবে চেন্নাইকে। দিল্লি ও লখনউ ১৪-র বেশি পয়েন্ট না পেলেও প্লে অফে যাওয়ার রাস্তা খোলা থাকছে ফ্যাফের দলের সামনে। চেন্নাই, দিল্লি, লখনউ ও আরসিবির পয়েন্ট যদি ১৪ হয়, তখন নেট রান রেটের ভিত্তিতে ফয়সালা হবে।
২০১৭ সালের ১১ ডিসেম্বর গাঁটছড়া বাঁধেন বিরাট-আনুষ্কা। ২০২১ সালের ১১ জানুয়ারি তাদের প্রথম সন্তান কন্যা ভামিকাকে স্বাগত জানান তারা। ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি তাদের দ্বিতীয় সন্তান আকায়ে নামে একটি পুত্র সন্তানের জন্ম হয়। অনুষ্কার দ্বিতীয় প্রেগন্যান্সির খবর সামনে এসেছিল গত বছর নভেম্বরে। তবে আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি তারকা দম্পতি। বিরাটের বন্ধু এবি ডিভিলিয়ার্স খবরে সিলমোহর দিয়েও পরে সেটি ভুল খবর বলে ক্ষমা চেয়ে নেন। সেইসব জলঘোলার মাঝেই ২০শে ফেব্রুয়ারি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে সুখবর ভাগ করে নেন দুজনে। আগামিতে চাকদা এক্সপ্রেস ছবিতে দেখা যাব অনুষ্কাকে।