সালটা ২০১৪, মুক্তি পেয়েছিল ‘কুইন’। ছবির পরিচালক ছিলেন বিকাশ বহল। আর মুখ্য ভূমিকায় কঙ্গনা। 'কুইন' ছিল ব্লকবাস্টার। বক্স অফিসের বহু রেকর্ড ভেঙে দিয়েছিল নারী কেন্দ্রীক এই ছবি। তবে এই ছবির পরপরই পরিচালক বিকাশ বহলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন কঙ্গনা। বলেছিলেন, তাঁকে দেখলেই নাকি বিকাশ জড়িয়ে ধরতেন, চুলের গন্ধ শুঁকতেন। বিকাশকে ‘হাগ’ করলে নাকি তিনি কঙ্গনার ঘাড়ে মুখ গুঁজে দিতেন। তবে এবার সেই বিকাশ বহলের হাত ধরেই আবার ‘কুইন-২’তে ফিরছেন কঙ্গনা।
কঙ্গনা পরিচালক বিকাশ বহলের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন, তারপর প্রায় ৭-৮ বছর পার হয়েছে। শুধু কঙ্গনা কেন, অনেকেই বিকাশের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনেন। এরপর থেকে বলিউডে কিছুটা কোণঠাসাও ছিলেন পরিচালক। তাঁর কেরিয়ার একপ্রকার নিম্নমুখী। অন্যদিকে কঙ্গনাও পরিচালক, প্রযোজক হয়ে কাজ শুরু করেছেন। তবে বহুদিন তাঁর ছবিও সাফল্যের মুখ দেখেনি। এই পরিস্থিতিতে কেরিয়ার বাঁচাতে হাত ধরাধরি করলেন পরিচালক-অভিনেত্রী জুটি।
আরও পড়ুন-‘মুখার্জি’ পরিবারের পুজো, হাতে করে চেটেপুটে খিচুড়ি ভোগ খেলেন কিয়ারা ও রানি
আরও পড়ুন-'মুখার্জি' বাড়ির পুজোয় কাজল, তনুজা, তানিশাদের সঙ্গে জয়া, দিলেন অষ্টমীর অঞ্জলি
আরও পড়ুন-Bigg Boss 17: ‘আমার সঙ্গে ফ্লার্ট করেই দেখুন না…’ কঙ্গনার প্রস্তাবে কী বললেন সলমন?
সম্প্রতি এক সাক্ষাৎকারে পরিচালক বিকাশ বহল বলেন, ‘প্রতিদিন আমি কুইন২ তৈরির স্বপ্ন দেখি। আশা করি, শীঘ্রই এই ছবির কথা ঘোষণা করতে পারব।’ ‘কুইন-২’তে কি নতুন কোনও প্রতিভার সঙ্গে পরিচয় করাবেন? এই প্রশ্নে বিকাশ বলেন, ‘আমি এর কৃতিত্ব নেব না। কঙ্গনা একজন উজ্জ্বল অভিনেত্রী, আমি ওঁকে ছাড়া কুইন-২তে অন্য কাউকে কল্পনা করতেও পারি না। আমি কঙ্গনাকে নিয়েই ছবিটি করতে চাই, অন্য কাউকে নয়।’