বাংলা ধারাবাহিকের টিআরপি তালিকায় এখন 'পরিণীতা' -এর জয়জয়কার। টানা বেশ কয়েক সপ্তাহ ধরে সব মেগাকে পিছনে ফেলে সেরার সেরা মেগার খেতাব জিতে নিয়েছে জি বাংলার এই জনপ্রিয় ধারাবাহিক। আর এবার টিআরপির নিরিখে সেরার মুকুট ধরে রাখতে মহাকুম্ভের আবহে বড় চমক দিল 'পরিণীতা'। ধারাবাহিকেও দেখা হবে মহাকুম্ভের প্লট। প্রকাশ্যে এল ঝলক।
আর মাত্র কয়েকটা দিন, তারপরে শেষ হয়ে যাবে মহাকুম্ভের মেলা। ১৪৪ বছর পর যে মহাযোগ তৈরি হয়েছিল, তা শেষ হয়ে যাবে এই শিবরাত্রির দিনই। তাই সাধু সন্ন্যাসী, সাধারণ মানুষের পাশাপাশি দেশ-বিদেশের নানা ক্ষেত্রের বিখ্যাত সব ব্যক্তিরা ত্রিবেণী সঙ্গমে এসেছিলেন পুণ্যস্নানে যোগ দিচ্ছেন। আর সেই সেই আবহেই 'পরিণীতা' নজরকাড়া প্রোমো।
আরও পড়ুন: 'ছাবাকি ধুম মাচি হুয়ি হ্যায়…', ভিকির সিনেমার প্রশংসায় পঞ্চমুখ মোদী, কী বললেন প্রধানমন্ত্রী
কখন ভাব তো কখন আড়ি, 'পারুল-রায়ানে' -এর এই দুষ্টু মিষ্টি জুটি অল্প সময়ের মধ্যেই দর্শকের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছে। ধারাবাহিকের গল্পে নতুন নতুন ট্যুইট মেগাকে আরও জমিয়ে দিয়েছে। তবে এবার গল্পে বড় মোড়, আর তার ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই অনুরাগীরা দেখার জন্য অধীর ভাবে অপেক্ষা করছেন।
শুরু থেকেই সাপে-নেউলে সম্পর্ক 'পারুল-রায়ানে' -এর। তবে পরিবারের বিপদে একে অপরের সঙ্গে জোট বাঁধতে ভোলে না তারা। মাঝে কিছুটা সময় তাদের ভাব জমলেও ফের হয়েছে আড়ি। তবে ভ্যালেন্টাইন'স ডের উদযাপনে তারা কিছুটা হলেও কাছাকাছি এসেছে, কিন্তু তা যে বেশ দীর্ঘস্থায়ী হবে না তা ভালোই আন্দাজ করতে পারছেন মেগার ভক্তরা। আর তার মাঝেই শনিবার প্রকাশ্যে এল ধারাবাহিকের নতুন প্রোমো।
আরও পড়ুন: প্রীতম চক্রবর্তীর স্টুডিয়ো থেকে ৪০ লক্ষ টাকা চুরি করে পালানো কর্মী অবশেষে হল গ্রেফতার!
সেখানে শুরুতেই দেখা গিয়েছে, চুক্তি মতো রায়ানকে ছেড়ে বাপেরবাড়ি বাঁকুড়ায় ফিরে এসেছে পারুল। শ্বশুর বাড়ি ছেড়ে চলে আসতে হয়েছে বলে ‘পারুল’ যেন মন খারাপ না করে তাই নানা ভাবে তাকে শান্তনা দিতে থাকে তার দাদা 'গোপাল'। শেষে সেই বোনের অস্থির মন শান্ত করতে কুম্ভে যাওয়ার পরামর্শ দিয়ে জানায়, তারা বিশ্বাস করে এতে হয়তো 'বাবা ভুবনেশ্বর' তাদের পথ দেখাবে।