ভোট আর আইপিএলের জোড়া ফলায় নাজেহাল দশা বাংলা টেলিভিশন শো-গুলির। এর সরাসরি প্রভাব পড়েছে নন-ফিকশন শোগুলোতেও। এই সপ্তাহে একদিকে যখন জোড়া বেঙ্গল টপার পেয়েছে দর্শক, তখন ৫-এর গণ্ডি ছুঁতে রীতিমতো বেগ পেতে হল দিদি নম্বর ১-কে। অন্যদিকে এই সপ্তাহেও ৫ রেটিং পয়েন্ট ছুঁতে ব্যর্থ সৌরভের দাদাগিরি। আরও পড়ুন-‘আপনি অনুপ্রেরণা ম্যাডাম’, মেদিনীপুর-হাওড়া লোকালের প্রথম মহিলা চালক দাদাগিরিতে, প্রশংসায় ভরালেন সৌরভ
প্রায় অন্তিম লগ্নের দিকে এগিয়ে গিয়েছে দাদাগিরির ১০ নম্বর সিজন। কবে শেষ হচ্ছে এই শো তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও সারেগামাপা লেজেন্ডসের শ্যুটিং চলছে জোরকদমে। তবে টিআরপি তালিকায় দাদাগিরির নম্বর বেশ আশঙ্কাজনক। এই সপ্তাহে মাত্র ৪.২ পয়েন্ট পেয়েছে সৌরভ সঞ্চালিত এই গেম শো। দাদাকে মাত দিয়ে নন-ফিকশনে এক নম্বরে দিদি নম্বর ১।
ভোট প্রচার নিয়ে সারাদিন ব্যস্ত রচনা। এর ফাঁকেই দিদি নম্বর ১-এর শ্যুটিং সারছেন তিনি। তৃণমূলের এই তারকা প্রার্থী কখনও ‘ধোঁয়া’ তো কখনও ‘গোরুর দুধ’ নিয়ে মন্তব্য করে ভাইরাল। কিন্তু তার খুব বেশি প্রভাব পড়েনি টিআরপি-তে। চলতি সপ্তাহে ৫.৪ নম্বর নিয়ে শীর্ষে জি বাংলার এই নন-ফিকশন শো।
এক নজরে নন-ফিকশনের তালিকা-
ঘরে ঘরে জি বাংলা- ১.০
দিদি নম্বর ১ (সোম থেকে শনি)- ১.৯
দিদি নম্বর ১(সানডে ধামাকা) ৫.৪