ক্রিকেট বিশ্বকাপ শুরু হতেই একটু ভাঁটা পড়ল টিআরপি তালিকায়। সেরার স্থান দখলের লড়াই চললেও, নম্বর সবারই বেশ কমকম এসেছে। নতুন শুরু হয় ধারাবাহিকের মধ্যে সবচেয়ে ভালো ফল লাভ বিয়ে আজকাল আর জল থই থই ভালোবাসার। তবে সেরার স্থান হাতছাড়া করেনি অনুরাগের ছোঁয়া। ৮.৫ পেয়ে সবার ধরাছোঁয়ার বাইরে।
৭.৮ নম্বর নিয়ে জি বাংলা এবার পেয়েছে জোড়া টপার। ফুলকি আর জগদ্ধাত্রী দুজনেই দু নম্বরে। তিনে নিম ফুলের মধু। মিশকা সূর্যের সন্তানের মা হতে চলার পর অনেকেই ভেবেছিল বুঝি বা টিআরপি-তে বড় ধাক্কা খাবে অনুরাগের ছোঁয়া। কিন্তু তেমনটা হল না মোটেই। বরং, দর্শকও বেশ উৎসাহ পেয়েছে নতুন এই টুইস্টে। আরও পড়ুন: ‘ছেলের বউদের মায়ের জায়গা নিয়ে পারব না!’, গৌরব-অর্জুনকে আলাদা থাকতে বলেছিলেন মিঠু
এদিকে নিম ফুলের মধু-র কাছেও শাপে বর হয়েছে পর্ণা আর সৃজনের মধ্যে ছাড়াছাড়ি। টিআরপি-তে ফের একবার ভালো ফল করছে এই মেগা।
এদিকে মিলি-কে খুব নাকানি চোবানি খাওয়াচ্ছে অপরাজিতা আঢ্যর জল থৈ থৈ ভালোবাসা। সিরিয়ালের জগতে এমনিতেই অপাদির আলাদা ফ্যানবেস রয়েছে। সঙ্গে মা-মেয়ের বন্ডিং, কোজাগরীর গুছিয়ে সংসার করা দেখে আলাদা সন্তুষ্টি পাচ্ছেন দর্শক।
কার কাছে কই মনের কথা-তে তো শিমূল একেবারে ধরেছে রুদ্ররূপ। শ্বশুরবাড়িতে থেকে স্বামীর বিরুদ্ধে লড়াই করেছে। সমাজে যেসব মেয়েরা এরকমই অত্যাচারের সম্মুখীন বাস্তব জীবনে, তাঁদের কাছে নতুন বার্তা পৌঁছে যাবে নিসন্দেহে।