টোটা রায় চৌধুরী বলেন, ‘পিকাসো’তে আমার চরিত্রটি যথেষ্ঠ চ্যালেঞ্জিং, এই চরিত্রের অনেক স্তর রয়েছে। চিত্রনাট্যও খুব ভালো করে লেখা। এটাকে বাস্তবায়িত করে তুলতে আমরা প্রচুর আলোচনাও করেছি, পরিশ্রম করেছি। আমি এর আগেও চিত্রশিল্পীর চরিত্রে অভিনয় করেছি, তবে তাতে এই চরিত্রটির মতো এত রহস্য ছিল না।’
‘পিকাসো’তে টোটা
যাঁর-ই ছবি আঁকছেন তিনিই মারা যাচ্ছেন। এ কেমন শিল্পী! পরিচিতরা তাঁকে ডাকেন 'পিকাসো' বলে। শিল্পীর আসল নাম যদিও পলাশ মুখোপাধ্যায়। তিনি আবার যে সে নন, জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পী। কিন্তু পিকাসোর যাঁর ছবি আঁকছেন তিনি কেন মারা যাচ্ছেন? বিষয়টা ভাবিয়ে তুলেছে সাংবাদিক শ্রেয়াকেও। তিনি তাই বিষয়টা খতিয়ে দেখতে চান।
আপনার মনেও বিষয়টা ছাপ ফেলেছে তো? তাহলে খোলসা করেই বলা ভালো। এই চিত্রশিল্পী 'পিকাসো' আর কেউ নন, ইনি হলেন টোটা রায়চৌধুরী। আর টোটাকে চিত্রশিল্পী বানানোর কারিগর হলেন পরিচালক রাজা চন্দ। আসছে তাঁর নতুন ওয়েব সিরিজ 'পিকাসো'। তবে এখন প্রশ্ন পিকাসো কি নির্দোষ? এই মৃত্যুগুলির পিছনে কী রহস্য রয়েছে? সেটা নিয়েই তৈরি হচ্ছে এই ওয়েব সিরিজ।
চরিত্র ও ওয়েব সিরিজের রহস্যের বিষয়ে অবশ্য এখনই খুব বেশি খোলসা করতে চাননি টোটা রায় চৌধুরী। এবিষয়ে হিন্দুস্তান টাইমস বাংলাকে টোটা রায় চৌধুরী বলেন, ‘রাজা চন্দকে আমি বহুদিন ধরেই চিনি। তবে একসঙ্গে এই প্রথমবার কাজ করছি। কাজের অভিজ্ঞতাও দারুণ, ভবিষ্যতেও আমি রাজার সঙ্গে কাজ করতে চাই। ‘পিকাসো’তে আমার চরিত্রটি যথেষ্ঠ চ্যালেঞ্জিং, এই চরিত্রের অনেক স্তর রয়েছে। চিত্রনাট্যও খুব ভালো করে লেখা। এটাকে বাস্তবায়িত করে তুলতে আমরা প্রচুর আলোচনাও করেছি, পরিশ্রম করেছি। আমি এর আগেও চিত্রশিল্পীর চরিত্রে অভিনয় করেছি, তবে তাতে এই চরিত্রটির মতো এত রহস্য ছিল না।’
টোটা আরও বলেন, ‘পিকাসোর শ্যুটিংয়ের সময় একটা বিষয় আমাকে ভীষণ নস্টালজিক করে তুলেছিল, সেটা হল এখানে আমি প্রায় এক দশক পর একটা পরিচিত বাড়িতে শ্যুটিং করেছি। সেখানে গিয়ে বেশ নস্টালজিক লাগছিলো।’