আরজি কর-কাণ্ডের পর শাসক দলের ভূমিকা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন। শুধু তাই নয়, গোটা ঘটনায় শাসক দলের প্রত্যক্ষ মদত থাকার দাবিও উঠছে বিভিন্ন মহলে। এমনকী, কলকাতা পুলিশের ভূমিকা নিয়েও এখন সন্দিহান রাজ্যের একাংশ। বর্তমানে অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়ে পোস্ট করেছেন। চলুন দেখে নেই, কারা রয়েছে তাতে!
মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর রাগে ফুঁসছে আমজনতা। যেখানে এই রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেখানে তাঁর নাকের তলায় কীভাবে অপরাধী অবাধে ঘুরতে পারে, তা নিয়েই রাগ এদের। যদিও অনলাইনে শেয়ার হওয়া এই পিটিশন বড় পর্দার তারকারা শেয়ার করে নেননি। তবে ছোট পর্দার, অর্থাৎ সিরিয়ালে কাজ করা কিছু তারকা তা শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে।
আরও পড়ুন: ‘রাতের ডিউটি করেছে, সেমিনার রুমে ঘুমিয়েছ…’! আরজি কর নিয়ে সক্রিয় প্রতিবাদে সৃজিত
দেখা মিলল তন্বী লাহা রায়, শ্রীমা ভট্টাচার্য, জন ভট্টাচার্য, রাজদীপ গুপ্ত, সায়ন্তনী গুহঠাকুরতা, ধ্রুবজ্যোতি সরকার সেই পোস্টটি শেয়ার করেছেন নিজেদের ইনস্টাগ্রাম স্টোরিতে।
আরও পড়ুন: নির্মম জনতা! অন্তঃসত্ত্বা হাতির গায়ে ধরিয়ে দেওয়া হল আগুন, গায়ে কাঁটা দেওয়া ভিডিও
এদিকে আরজি কর কাণ্ডে মৃতার পরিবারকে ১০ লাখ টাকা দিতে চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী বলেছেন, ‘আমি বলেছিলাম আমাদের একটা কর্তব্য আছে, মেয়ে তো আর ফিরে আসবে না। আমি ওনাকেও বলেছিলাম, ওঁর নামে যদি কিছু করতে চান, করে দেব। আমরা ১০ লক্ষ টাকা তো দিতেই পারি। তবে তাঁর মা বলেছেন, আগে মেয়ের বিচার হোক, তারপর দেব।’
আরও পড়ুন: ‘আমি জানতাম আপনি ভালো মানুষ, কিন্তু…’! আরজি কর কাণ্ড নিয়ে এমন কী বললেন জিৎ
তবে রাজ্য সরকার যাই বলুক, সঠিক অপরাধীর বিচার চাইছে সাধারণ মানুষ। কারণ নির্যাতিতার শরীরে একাধিক অত্যাচারের প্রমাণ মিলেছে। অভিযোগ, আগে অত্যাচার করে খুন করা হয়, আর তারপর ধর্ষণ। তাই এর পিছনে আরজি করের ভিতরের কারও হাত থাকার সন্দেহও ফেলে দেওয়া যাচ্ছে না। এমনকী, মৃতা ডাক্তারটির বাবা-মাও এমনটাই দাবি করেছেন। কোনও রকম ক্ষতিপূরণ নেবেন না, সেটাও ঘোষণা করেছেন। শুধু তাঁরা চান, আসল অপরাধীর শাস্তি হোক।
যদিও এই পিটিশন ইনস্টাগ্রাম শেয়ার না করলেও শ্রীলেখা মিত্র, ঋত্বিক চক্রবর্তীরাও সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে খুলেছেন মুখ!