টলিউডে নতুন জুটি পার্নো মিত্র এবং সোমরাজ। ঘোষণা হল নতুন ফিচার ছবির। নাম 'সুনেত্রা সুন্দরম'। পরিচালনায় শিব রাম শর্মা। ছবিতে 'সুনেত্রা' চরিত্রে অভিনয় করবেন পার্নো মিত্র। তাঁর বিপরীতে দেখা যাবে অভিনেতা সোমরাজ মাইতিকে।
ছবির গল্প আবর্তিত হয়েছে এক মহিলা স্কলারকে নিয়ে। স্কলার হলেও তাঁর শরীর সবসময় তাঁর সঙ্গ দেয় না। কিডনির অসুখে ভোগেন তিনি। ফলে নিজের প্রস্রাবের ওপর তাঁর কোনও নিয়ন্ত্রণ নেই। চেষ্টা করলেও চেপে রাখতে পারেন না। কিন্তু বর্তমান পরিবেশেও অনেক ক্ষেত্রে, অনেক জায়গায় অনেক প্রয়োজনীয় জিনিস আমরা পাই না। অনেক এমন স্থান রয়েছে যেখানে প্রয়োজন তবুও কোনও শৌচালয় নেই। বা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে সেটা ব্যবহারের অযোগ্য। সেই সামাজিক অবস্থা নিয়েই এগিয়েছে ছবির গল্প।
ছবিতে 'সুনেত্রা' চরিত্রে পার্নো কিডনি সমস্যায় জর্জরিত। তিনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন। তাই সিদ্ধান্ত নিয়েছেন মানুষের মধ্যে সচেতনতা গড়ে তুলবেন। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শ্রীলেখা মিত্র, খানোম নাদিয়া, ফরজানা চুমকি প্রমুখ।

পরিচালক শিব রামের কথায়, তাঁর পরিবারও এই ধরনের সমস্যার সম্মুখী হয়েছেন। তাই এমন ছবি তৈরির ভাবনা তাঁর মাথায় এসেছে। তাঁর মতে রাস্তাঘাটে পরিষ্কার শৌচালয় থাকা খুবই জরুরি। পরিচালকের জানিয়েছেন, 'একবার ধর্মতলায় গিয়ে এমনই এক সমস্যার সম্মুখীন হন আমার স্ত্রী। কোথাও কোনও পরিষ্কার, ব্যবহার যোগ্য শৌচালয় খুঁজে না পেয়ে অবশেষে এক অফিসে ঢুকে প্রস্রাব করতে হয় তাঁকে।'
আগামী ২৩ মার্চ থেকে শুরু হবে ছবির শ্যুটিং। ছবির গল্প লিখেছেন অর্পিতা রায় চৌধুরী। চন্দননগর, কলকাতা এবং শহরতলির বিভিন্ন জায়গায় হবে 'সুনেত্রা সুন্দরম' ছবির শ্যুটিং।