বছরের শেষটায় যেন কোনো কিছুই ঠিক থাকছে না! মঙ্গলবার দুপুরে এল চরম দুঃসংবাদ। জানা গেল, দেব অভিনীত বাঘা যতীন ছবির পরিচালক অরুণ রায়ের অবস্থা অত্যন্ত সঙ্কটজনক। বিগত ৩দিন ধর তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। মেডিসিন ওয়ার্ডের HDU-তে তাঁর চিকিৎসা চলছে। পরিচালকের অসুস্থতার খবর নিশ্চিত করেছেন টলিউড অভিনেতা ও জুনিয়র চিকিৎসক কিঞ্জল নন্দ।
কিঞ্জলকে নিয়ে হীরালাল, বিনয় বাদল দীনেশ বানিয়েছিলেন অরুণ। আরজি কর হাসপাতালেই চিকিৎসা চলছে তাঁর। বহুদিন ধরে তিনি ক্যানসার আক্রান্ত। তবে এই মারণ রোগের সঙ্গে লড়াই করেই, চালিয়ে যাচ্ছেন কাজ। বাঘা যতীনের শ্যুটিংয়ের সময়তেও বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে হার মানেননি। বক্স অফিসে সাফল্যও পেয়েছিল ছবখানা।
খাদ্য়নালীতে ক্যানসার ধরা পড়ে সেই সময় পরিচালক অরুণ রায়ের। তবে ক্যনসারে আক্রান্ত হওয়ার খবর এসেছিল বাঘাযতীনের সময়তেই। সেই সময় অরুণ রায়ের সঙ্গে ছবিপোস্ট করে দেব লিখেছিলেন, ‘বাঘা যতীনের পিছনের আসল মানুষ। আমার বন্ধু। আমার পরিচালক। অসাধারণ প্রতিভাধর। তাড়াতাড়ি ভালো হয়ে ওঠো অরুণদা। তুমি জানো তোমাকে আমরা কতটা ভালোবাসি।’
এর আগে অরুণ হিন্দুস্তান টাইমস বাংলাকে অরুণ জানিয়েছেন কলকাতার টাটা মেডিকেল সেন্টার থেকে তাঁর ক্যানসারের চিকিৎসা চলছে। মোট ১৬টি কেমো থেরাপি নিতে হবে। তবে মনের জোর নিয়েই জবাব এসেছিল, ‘অসুস্থ ভাবলেই অসুস্থ, ক্যানসার আজকাল বিরাট কোনও রোগ নয়। অন্তত আমার কাছে নয়, প্রচুর লোকের হচ্ছে, আমারও হচ্ছে। এটা নিয়ে আমি কিছু ভাবছি না, আমার চিকিৎসকরা ভাবছেন, আমি কেন ভাবতে যাব বলুন তো?’ অরুণের সব চিন্তা এখন বাঘাযতীন নিয়েই।
২০১১ সালে ‘এগারো’ ছবির সঙ্গে টলিউডে পা রাখেন অরুণ রায় পরিচালক হিসেবে। এরপর কাজ করেছেন ‘হীরালাল’, ‘৮/১২’ মতো ছবিতে। ‘চোলাই’-এর মতো ছবিতে সাম্প্রতিককালের জ্বলন্ত সমস্যা তুলে ধরেছেন। প্রশংসিত হয়েছেন বাঘা যতীন বানিয়ে। জলদি সুস্থ হয়ে ফিরে আসুন টলিউডের এই খ্যাতনামা পরিচালক, প্রার্থনা তারকা ও সিনে-প্রেমীদের।