‘ডার্লিং বাবা, কেমন আছো? আমরা সবাই ভালো আছি। আমি তোমাকে খুব মিস করি। বাবা, তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরবে। তোমার হাসির জন্য প্রার্থনা করছি বাবা। ভগবান আমাদের প্রার্থনা শুনছেন। চিন্তা কোরো না; আমি মাম্মা, শ্বেতা দিদি আর বাড়ির খেয়াল রাখব। আমি মাঝে মাঝে দুষ্টুমি করি। তোমাকে ভালোবাসি বাবা। তোমার।’