বিগত কয়েক সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি আছেন লতা মঙ্গেশকর। স্বাস্থ্যের একটু উন্নতি হলেও, আইসিইউতেই রাখতে হয়েছে বর্ষীয়ান গায়িকাকে। আর তাঁর দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ পুজোর আয়োজন করা হয়েছিল সারেগামাপা-র সেটে। যাতে হাজির ছিলেন প্রতিযোগী থেকে শুরু করে বিচারকরা। লতাজির নামে মহামৃত্যুঞ্জয় জাপ করা হয়। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বাংলার দুই প্রতিযোগী অনন্যা চক্রবর্তী আর স্নিগ্ধজিৎ ভৌমিক। স্নিগ্ধজিৎ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘জলদি সেরে উঠুন লতা মঙ্গেশকর তাই। সবার প্রার্থনা ভালোবাসার জোরে আপনি আবার সুস্থ হয়ে ফিরে আসবেন আর একইভাবে আমাদের সবার মাথার ওপর আপনার আশীর্বাদের হাত রাখবেন, ভগবানের উপর আস্থা।’ অনন্যা লিখেছেন, ‘লতা মঙ্গেশকর যাতে জলদি ঠিক হয়ে যায় তাঁর প্রার্থনায় পুজো রেখেছিল সারেগামাপা-র টিম। উনি আমাদের মা সরস্বতী, দ্রুত সুস্থ হয়ে ঘরে ফিরে আসুন ব্যস।’ তবে, এভাবে ছবি সামনে রেখে পুজো করা ভালো চেখে নেয়নি লতার ভক্তরা। ‘ফোটো সামনে রেখে কখন পুজো দেওয়া হয় জানো না? আমি ভয় পেয়ে গিয়েছিলাম’, ‘আমার চোখে জল এসে গিয়েছিল’র মতো নানা কমেন্ট পড়েছে। কেউ কেউ আবার তারিফও করেছেন এই প্রয়াসের।প্রসঙ্গত, মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসা চলছে সুর-সম্রাজ্ঞীর। করোনা পজিটিভ আসার পরেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার তাঁকে কৃত্রিম শ্বাসযন্ত্র থেকে বের করার চেষ্টা চালানো হয়েছে। তাঁর আরোগ্য কামনায় প্রার্থনা করছে গোটা দেশ।