‘সারা বিশ্বের মানুষ যখন সিজারিয়ান বেবি চাইছেন, তখন মেয়ের নরমাল ডেলিভারি করার সিদ্ধান্তকে কুর্নিশ জানাই’, সদ্য এমনই মন্তব্য করেছিলেন আথিয়ার বাবা সুনীল শেট্টি। সিজারিয়ান প্রসবকে ‘আরাম’ বলে অভিহিত করেন অভিনেতা, যা শোনার পরেই চটেন নেট দুনিয়ার একাংশ।
সুনীলের বক্তব্য শোনার পরেই কেউ কেউ বলেন, ‘আপনি কি করে জানলেন সিজারিয়ান বেবি খুব আরামের হয়?’ কেউ কেউ আবার অভিনেতার অজ্ঞতা নিয়ে প্রশ্ন তোলেন। অনেকে আবার বলেন,' সিজার হোক অথবা নরমাল, সন্তান প্রসবের সময় মাকে কষ্ট করতেই হয়।'
আরও পড়ুন: পরনে লাল শাড়ি, মাথা ভর্তি সিঁদুর, কানে অদিতিকে নববধূর সাজে দেখে মুগ্ধ ভক্তরা
আরও পড়ুন: নিষ্পাপ ভালোবাসার গল্প জুড়ে ৯০ দশকের নস্টালজিয়া! প্রকাশ্যে রাসের ট্রেলার, কবে মুক্তি?
বিতর্কের মুখে পড়ে এবার মুখ খুলতে বাধ্য হলেন অভিনেতা। সকল মায়েদের থেকে ক্ষমা চেয়ে নিজের ভুল স্বীকার করে নেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, ‘আমি যে বক্তব্য রেখেছি সেটা ২০০ শব্দ বা তার থেকেও বেশি। কিন্তু আমার বক্তব্যের কিছুটা অংশ নিয়েই বিতর্ক তৈরি হয়েছে। হয়তো আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে।’
অভিনেতা আরও লেখেন, ‘কারও সি সেকশন যখন হয়, তখন তিনি জানেন না কি হতে চলেছে। কিন্তু নরমাল ডেলিভারির সময় সেটা বোঝা যায়। তবে যেভাবেই হোক, সন্তান প্রসব করে এক মহিলা মাতৃত্বের স্থান পায়। আর তাই মহিলাদের দেবীর স্থান দেওয়া হয়। ভালোবাসা এবং সম্মান দিন স্ত্রীকে।’
আরও পড়ুন: একসূত্রে বাঁধা ৩ গল্প! ভরা সন্ধ্যাতেও ভয় ধরাল অমৃতা-রূপাঞ্জনাদের ভূতপূর্ব রূপ, প্রকাশ্যে ছবির ঝলক
আরও পড়ুন: অক্ষয় বা সানির ছবি নয়, এপ্রিলে সবথেকে বেশি আয় করেছে কোন অভিনেতার সিনেমা?
সবশেষে ক্ষমা চেয়ে তিনি বলেন, ‘যারা দুঃখ পেয়েছেন, তাদের কাছে আমি ক্ষমাপ্রার্থী। কাউকে আঘাত করে কোনও কথা বলতে চাইনি আমি। যে কোনও পদ্ধতিতেই সন্তানকে জন্ম দেওয়া সাহসিকতার কাজ। প্রত্যেক মাকে কুর্নিশ জানাই।’
প্রসঙ্গত, আগামী ২৩ মে ‘কেশরী বীর’ ছবি মুক্তি পাবে, যে সিনেমায় মুখ্য ভুমিকায় অভিনয় করবেন সুনীল। ছবি মুক্তির আগেই এমন বিতর্কে জড়িয়ে পরা যে একদম সুখকর নয়, তা একজন অভিনেতার থেকে ভালো আর কে জানে? ছবির সাফল্যের জন্যই কি আগেভাগে তাই সবার থেকে ক্ষমা চাইলেন অভিনেতা?