শত ট্রোল, গঞ্জনাকে উপেক্ষা করেই সম্পর্ককে এগিয়ে নিয়ে চলেছেন কাঞ্চন মল্লিক আর শ্রীময়ী চট্টোরাজ। দুজনেই প্রমাণ করেছেন, বয়স একটা সংখ্যা মাত্র। তা কখনও ছাপ ফেলতে পারে না সম্পর্কে, ভালোবাসায়, বৈবাহিক জীবনে।
বিয়ের পরই সগর্বে শ্রীময়ী ঘোষণা করেছিলেন, ‘মানসিক ও শারীরিক দিক থেকে’ সুখে আছেন তিনি কাঞ্চনের সঙ্গে। দুজনের বয়সের ফারাক ২৬ বছরের। শ্রীময়ী বর্তমানে ২৮, আর কাঞ্চনের ৫৪। শুধু তাই নয়, কাঞ্চনের এটি তৃতীয় বিয়ে, শ্রীময়ীর প্রথম। তবে এসব কিছুই বোঝা যায় না তাঁদের আদুরে ছবি দেখলে।
আরও পড়ুন: অনন্ত-রাধিকার বিয়েতে যোগ দিতে মুম্বই পাড়ি যশ-নুসরতের, সঙ্গের ছেলেটি কে?
মার্চে বিয়ে করার পর, জুলাই মাসে মলদ্বীপে হানিমুন করতে যান শ্রীময়ী-কাঞ্চন। বিলাসবহুল ওয়াটার ভিলায় রোম্যান্স উঠেছিল চরমে। নীল জল আর সাদা বালির দেশে ভালোবাসা মাখা ছবি এর আগেও দিয়েছেন সোশ্যাল মিডিয়াতে। শনিবার শ্রীময়ী যে ছবিটি শেয়ার করেন ইনস্টাগ্রামে, সেটিও খুব মিষ্টি।
আরও পড়ুন: আম্বানির ছোটি বহু রাধিকা ‘কাপড় তুলে’ ছুটল মোদীর পিছনে, ভাই-বোন ইশা-আকাশকেও করলেন আলাদা
দেখা গেল, বউকে পিছন থেকে জড়িয়ে রয়েছেন কাঞ্চন। ফুল ছাপ লং ড্রেস পরে আছেন শ্রীময়ী। আর প্রিন্টেড হাওয়াই শার্ট কাঞ্চনের গায়েতেও। এই ছবির ক্যাপশনে লেখা, ‘I love you always & forever mumma’। অর্থাৎ, তোমাকে এভাবেই সবসময়, সারা জীবন ভালোবেসে যাব মাম্মা।
আরও পড়ুন: ‘আম্বানির কুকুর হতেও ভাগ্য লাগে’! অনন্তর পোষ্য শেরওয়ানি গায়ে, কেড়ে নিল সকলের মন, দেখুন ভিডিয়ো
যদিও জীবনে ট্রোলারদের আনাগোনা বন্ধ রাখতে প্রথম থেকেই হানিমুনের ছবিতে কমেন্ট লিমিটেড রেখেছেন অভিনেত্রী। এই ছবির ক্ষেত্রেও সেই নিয়মের অন্যথা হল না।