গত পাঁচ বছর ধরে চুপি চুপি প্রেম করছিলেন ক্রিকেটার স্মৃতি মন্ধানা! অথচ কাউকে ঘুণাক্ষরেও টের পেতে দেননি। অবশেষে সম্পর্কের বয়স ৫ হতেই প্রেমিককে প্রকাশ্যে আনলেন। জানালেন সম্পর্কের কথাও। ভাবছেন কার সঙ্গে এই ভারতীয় মহিলা ক্রিকেট দলের সদস্য প্রেম করছেন? তিনি আর কেউ নন পালক মুচ্ছলের ভাই পলাশ মুচ্ছল।
স্মৃতি এবং পলাশের সম্পর্কের ঘোষণা
স্মৃতি মন্ধানা গত ৫ ধরে চুটিয়ে প্রেম করছেন পলাশ মুচ্ছলের সঙ্গে। তাঁদের সম্পর্কের বয়স ৫ হতে তাঁরা সেটা আনুষ্ঠানিক ভাবে প্রকাশ্যে আনলেন। এদিন পলাশ তাঁদের দুটো ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। সেখানে হাতে হাত ধরে কেক কাটতে দেখা যাচ্ছে স্মৃতি এবং পলাশকে। দুজনের মুখেই হাসি লেগে রয়েছে। আরেকটি ছবিতে দুজনকে পাশাপাশি দাঁড়িয়ে পোজ দিয়ে ছবি তুলতে দেখা গিয়েছে।
প্রসঙ্গত পলাশ মুচ্ছল বলিউডের একজন খ্যাতনামা কম্পোজার। একই সঙ্গে তিনি গায়িকা পালক মুচ্ছলের ভাইও বটে। এদিন যে ছবিটি পলাশ শেয়ার করেছেন সেখানে তাঁকে বাদামি রঙের একটি টিশার্ট এবং কালো প্যান্ট পরে থাকতে দেখা যাচ্ছে। পায়ে স্নিকার। অন্যদিকে স্মৃতির পরনে চিক কালো টিশার্ট এবং সাদা শার্ট। সঙ্গে বেইজ প্যান্ট এবং চপ্পল পরেছিলেন। এই ছবি দুটো পোস্ট করে পলাশ হ্যাশট্যাগ দিয়ে ৫ এবং দুটো ইমোজি পোস্ট করেন, একটি হৃদয়ের, আরেকটি ইভিল আইয়ের।
কে কী বলছেন?
অনেকেই পলাশ এবং স্মৃতির এই সম্পর্কের কথা জানতে পেরে তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। পালক মুচ্ছল লেখেন, 'আমার মিষ্টি দুই মানুষ।' রুবিনা দিলায়েক লেখেন, 'তোমাদের দুজনকেই খুব ভালোবাসি।' পার্থ সমান্থন, অভিকা গর সহ অনেকেই কমেন্ট করেছেন পলাশের এই পোস্টে। বাদ যাননি প্রেমিকা স্মৃতিও। তিনি একাধিক লাল হৃদয়ের ইমোজি পোস্ট করেছেন।