'বহুরূপী' জ্বর এখনও কাটেনি, এরই মাঝে গ্রীষ্মের ছবির নাম ঘোষণা করে দিল উইন্ডোজ প্রোডাকশন। গরমের ছুটিতেই আসছে শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়ের ছবি 'আমার বস'। আর এই ছবির হাত ধরেই বাংলা সিনেমার দুনিয়ায় ফিরছেন রাখি গুলজার। তাই এই ছবি নিয়ে চর্চা ছিল শুরু থেকেই। অবশেষে এই ছবির মুক্তির কথা জানালেন শিবপ্রসাদ।
এখানেই শেষ নয়, ৬ জানুয়ারি সোমবার, সপ্তাহের প্রথম দিনেই উইন্ডোজ প্রোডাকশন-এর তরফে আরও একটা বড় ঘোষণা করা হয়েছে। সেটা হল এবার সিনেপ্রেমী দর্শকদের জন্য বছরে মোট ৩টি ছবি আনবে প্রযোজনা সংস্থা। যার একটি মুক্তি পাবে গ্রীষ্মে, বাকি ২টোর একটি পুজোতে অন্যটি ক্রিসমাসে মুক্তি পাবে।
এদিন সোশ্যাল মিডিয়ার পাতায় শিবপ্রসাদ লেখেন, ‘নতুন বছরের অনেক শুভেচ্ছা। আজ থেকে কাজের দিন শুরু হল। এই বছরে আপনাদের সাথে Windows Production House এর বড়পর্দায় দেখা হবে তিনবার। বেশ কিছু বছর পর আবার গ্রীষ্মে মুক্তি পাবে নন্দিতা রায় ও আমার ছবি, "আমার বস"। বাকি দুটো ছবির অ্যানাউন্সমেন্ট আসছে খুব শিগগিরই।’ এই পোস্টের সঙ্গে একটি নিউ ইয়ার কার্ড Summer 2025, Durgapuja 2025, Christmas 2025।