বিয়ের মেহেন্দি অনুষ্ঠানের ছবি নেটমাধ্যমে শেয়ার করলেন শিবানী দান্ডেকর। গত শনিবার বিবাহবন্ধনে আবদ্ধ হন ফারহান আখতার এবং শিবানী। জাভেদ আখতারের খণ্ডালার খামারবাড়ি ‘সুকুনে’ বিয়ে সারেন তাঁরা। চার বছর ধরে চুটিয়ে প্রেম করার পর অবশেষে ঘরোয়া আয়োজনেই বিয়ে সারেন এই জুটি। ফারহানের বাড়ির ছাদেই মেহেন্দি অনুষ্ঠানের আয়োজন হয়েছিল। রঙিন শারারা পরে এ দিন হাতে মেহেন্দি লাগাতে দেখা যায় নব বধূকে। মেহেন্দি অনুষ্ঠানের একাধিক ছবি নেটমাধ্যমে শেয়ার করেছেন শিবানী। তাঁর মেহেন্দি রয়েছে ফারহানের নামের ‘F’ লেখা। পরিবার এবং বন্ধুদের সঙ্গে মেহেন্দির অনুষ্ঠানে চুটিয়ে আনন্দ করেছেন শিবানী। দেখুন সেই ছবি- কাছের মানুষদের উপস্থিতিতে একে অপরের কাছে শপথ জ্ঞাপন করে নতুন জীবনে পথচলা শুরু করেন ফারহান এবং শিবানী। বিয়ের এই শপথগুলি নিজেরাই লিখেছেন তাঁরা! সোমবার রাতে মুম্বইয়ের বাড়িতে ডিনার পার্টির আয়োজন করেছিলেন ফারহান আখতার এবং শিবানী দান্ডেকর। এ দিন সকালে আইনি মতে সই-সাবুদ করে বিয়ে সারেন এই বলি তারকা জুটি। পরে সন্ধেবেলা পরিবার এবং বন্ধুদের সঙ্গে বাড়িতে ডিনার পার্টির আয়োজন করেছিলেন।ফারহান আখতারকে বিয়ে করার পর ইনস্টাগ্রামে নিজের নাম পরিবর্তন করলেন শিবানী দান্ডেকর। ইনস্টাগ্রামে শিবানী নিজের নাম পরিবর্তন করে ‘শিবানী দান্ডেকর আখতার’ করেছেন। তার বায়োতে নতুন করে লিখেছেন, ‘প্রযোজক, উপস্থাপক, অভিনেত্রী, গায়িকা, মিসেস আখতার’। ফারহানের ইনস্টাগ্রাম প্রোফাইলেও একই জিনিস লেখা রয়েছে।২০১৮ সালে নিজেদের প্রেমের সম্পর্ক প্রকাশ্যে আনেন ফারহান-শিবানী। চার বছর ধরে চুটিয়ে প্রেম করার পর অবশেষে ঘরোয়া আয়োজনেই বিয়ে সেরেছিলেন এই জুটি।