IPL চলছে, গতকাল (মঙ্গলবার) রাতে ছিল কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস-এর খেলা। ইডেনে আয়োজিত এই ম্যাচে শেষপর্যন্ত রাজস্থানের কাছে হেরে যায় শাহরুখের KKR। দলকে এভাবে হারতে দেখে নিজের আবেগ আর ধরে রাখতে পারলেন না কিং খান। স্টেডিয়ামে বসেই অঝোরে কাঁদতে দেখা যায় শাহরুখকে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কিং খানের নানান ভিডিয়ো
মঙ্গলবার ইডেনের ম্যাচে নিজের দল KKR-এর জন্য শুরু থেকে শেষ পর্যন্ত চিয়ার লিডার হয়ে ধরা দিয়েছিলেন শাহরুখ। শাহরুখের পাশে দেখা গিয়েছিল তাঁর ম্যানেজার পূজা দাদলানিকেও। শুরুর দিকে নিজের টিমের পারফরম্যান্সে উচ্ছ্বসিত ছিলেন কিং খান। স্টেডিয়ামে নিজের ছবি 'ডন'-এর গানে দুলতেও দেখা যায় শাহরুখকে। তবে এই ম্যাচে শেষ রক্ষা হল না। রাজস্থান রয়্যালসের কাছে হেরে যায় শাহরুখের কলকাতা নাইট রাইডার্স। তখনই মুষড়ে পড়েন বাদশা। ছলছল চোখে স্টেডিয়ামে বসে থাকতে দেখা যায় শাহরুখকে।
আরও পড়ুন-‘প্রথম কবে যৌনতায় লিপ্ত হয়েছিলে?’ প্রকাশ্যে ছেলেকে এসব কী জিগ্গেস করে বসলেন মালাইকা!