সম্প্রতি মুম্বইয়ে ছিল ধীরুভাই আম্বানি ইন্টারন্য়াশনাল স্কুলের বার্ষিক অনুষ্ঠান। সেখানেই বিভিন্ন তারকাদের ছেলেমেয়েদের পারফর্ম করতে দেখা গিয়েছে। আব্রাম খান থেকে আরাধ্যা বচ্চন, ছোট্ট তৈমুর আলি খান, যশ-রুহি সহ আরও অনেককেই স্কুলের অনুষ্ঠানে গানের সঙ্গে পারফর্ম করতে দেখা গিয়েছে। ছিল শাহিদ কাপুরের দুই ছেলেমেয়ে মিশা ও জৈন। আর বলি তারকা বা Star Kids-রা যেখানে থাকবে, সেখানে পাপারাৎজি থাকবে না তাও কি হয়! এখানেও ঠিক তেমনটাই ঘটেছে।
পাপারাৎজির ক্যামেরায় তোলা নানান মুহূর্ত ইতিমধ্যেই ভাইরাল। অনুষ্ঠানে আরাধ্যা থেকে আব্রাম, তৈমুর, যশ-রুহি (করণ জোহরের ছেলেমেয়ে) সকলেরই নানান মুহূর্ত লেন্সবন্দি করেছে পাপারাৎজি। একইভাবে শাহিদ-মীরার দুই ছেলেমেয়ে মিশা ও জৈনকে দেখেও তাঁদের পিছনে ধাওয়া করেছিল পাপারাৎজি। আর তাতেই 'ফোঁস' করে উঠলেন শাহিদ। বেজায় চটলেন পাপারাৎজির উপর।
রেগে গিয়ে ঠিক কী বলেছেন শাহিদ?
শাহিদ কাপুরকে বলতে শোনা যায়, 'বাচ্চো কে সাথ মাত কিয়া করো। ২৫০ কোটি (ফটো) তো লে চুকে হো।' অর্থাৎ শাহিদ বলতে চেয়েছেন, বাচ্চাদের সঙ্গে এটা করবেন না (ছবি তুলবেন না), ইতিমধ্যে ২৫০ কোটি ছবি তুলে ফেলেছেন। মীরাকে নিয়ে ঘটনাস্থল থেকে বের হয়ে যাওয়ার সময় পাপারাৎজির উপর বেজায় রাগী চোখে তাকাতে দেখা যায় শাহিদ কাপুরকে। সেই মুহূর্তটি ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল।
আরও পড়ুন-শাহরুখের সঙ্গে মতবিরোধ, আমিরের সঙ্গে স্বচ্ছন্দ নই, কেন বললেন বিশাল ভরদ্বাজ!