‘মানুষে কণ্ঠস্বরকে তুলে ধরাই ছিল জওয়ান-এর মূল উদ্দেশ্য’। বলছেন খোদ 'জওয়ান' শাহরুখ। মঙ্গলবার যশরাজ স্টুডিওতে 'জওয়ান' নিয়ে একটি সাংবাদিক সম্মেলন করেন কিং খান। ঠিক কী বলেছেন শাহরুখ?
বাদশা বলেন, ‘আমরা অনেক বিষয় নিয়েই বাড়িতে, বন্ধুদের সঙ্গে কথা বলি। আমরা সেটাকেই এই ছবিতে তুলে ধরতে চেয়েছি। রঙিন গেটআপ আর গান দিয়ে ছবিতে (জওয়ান) আসলে আমরা এটা বলার চেষ্টা করছি যে এই ছবিটি আপনাদের নিয়েই। এখাে আমাদের সকলের সম্পর্কে কথা বলা হয়েছে।’ এরপরই নিজস্ব রসবোধে মজা করে শাহরুখ বলেন, ‘তাবলে যদিও আমি চাই না, কারোর মাথায় টাক হয়ে যাক।’ এদিন অনুষ্ঠানের শেষে বেশকিছু অনুরাগীর সঙ্গে দেখাও করেন শাহরুখ। বলেন, 'আমাকে তারকা আমার অনুরাগীরাই বানিয়েছেন।'
আরও পড়ুন-আরও পড়ুন-'ইন্ডাস্ট্রি নই, আমি এখনও জ্যেষ্ঠপুত্র', বলছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
আরও পড়ুন-একজন ৫৭ অন্যজন ৬১, তবে বোঝার উপায় কই, ‘প্রসেনজিৎই টলিপাড়ার শাহরুখ’! কী বলছেন ‘বুম্বাদা’
প্রসঙ্গত শাহরুখের 'জওয়ান'-এ উঠে এসেছে, সেনাদের জন্য কেনা অস্ত্র দুর্নীতির কথা, উঠে এসেছে ঋণে জর্জরিত কৃষকের মৃত্যুর কথা। কৃষি ঋণের কথা, সরকারি হাসপাতালে চিকিৎসার অব্যবস্থার কথা, এছাড়াও 'জওয়ান'-এর হাত ধরে ভোট দেওয়ার আগে ভেবে চিন্তু সরকার নির্বাচন করার কথা বলেছেন শাহরুখ। ইতিমধ্যেই 'জওয়ান'-ছবির বিষয়বস্তু নিয়ে কংগ্রেস-বিজেপির তরজাও চলছে।