মুম্বই : সোশ্যাল মিডিয়ায় সব সময় অ্যাক্টিভ থাকতে দেখা যায় শাহরুখ খানের কন্যা সুহানাকে। প্রায়ই নিজের ফটো আপলোড করে সকলকে চমকে দেন তিনি। তাঁর লুকস, ফ্যাশান সেন্স হামেশাই চর্চায় থাকে। অনেকে তাঁকে ফ্যাশান আইকনও বলে থাকেন। বাকি সব তারকার ছেলে-মেয়েদের মতো তাঁরও সামাজিক মাধ্যমে অজস্র ফলোয়ার্স। ইন্ডাস্ট্রিতে এখনও পা রাখেননি তিনি। তবে দিন দিন তাঁর ফলোয়ার্স সংখ্যা বেড়েই চলেছে।
শনিবারই সোশ্যাল মিডিয়ায় নিজের মিরর সেলফি স্টোরি করে ফের একবার অনুগামীদের নজর কাড়েন তিনি। আয়নার দিকে মুখ করে হাতে ফোন নিয়ে মিরর সেলফি তুলতে দেখা যায় সুহানাকে। ঠিক যেন বার্বি ডল লাগছে তাঁকে।

এর আগে সামাজিক মাধ্যমে নিজের ছবি পোস্ট করে নানা ধরণের আক্রমণের শিকার হয়েছেন সুহানা খান। গায়ের রঙ নিয়ে তাঁকে বিভিন্ন ধরনের কটুক্তি করা হয়েছে ইনবক্সে। তা নিয়ে ছবি পোস্ট করে সরব হন শাহরুখ কন্যা। ছবির পোস্টের পাশাপাশি বর্ণবিদ্বেষের বিরুদ্ধে তিনি লেখেন, 'এই মুহূর্তে অনেক সমস্যা চলছে যার সমাধান আমাদের করা উচিত। এটা শুধু তাঁর সমস্যা নয় ভারতের প্রতিটি যুবক-যুবতীর সমস্যা যাঁরা একবার হলেও কোনও না কোনও কারণে খারাপ অনুভব করেছে।' সামাজিক মাধ্যমে সুহানার উপস্থিতি নিয়ে অনেকেই মন্তব্য করেন। তাঁর গয়ের রঙ, রূপ নিয়ে নানা কটূক্তি শুনতে হয়। এরপরই সুহানা দুঃখপ্রকাশ করে লেখেন, 'প্রাপ্তয়স্কদের বোঝা উচিত, আমরা সকলে ভারতীয়, স্বাভাবিকভাবে আমাদের গায়ের রং শ্যামবর্ণ-হ্যাঁ আমরা সবার গায়ের রঙ আলাদা, এমনকী তুমি যতই চেষ্টা কর, ত্বকের মেলানিন বদলাতে পারবে না।'
তিনি আরও লেখেন, 'নিজের মানুষকে ঘৃণা করার মানে তুমি নিজেও কোনওভাবে নিরাপত্তাহীনতায় ভুগছ। আমি দুঃখিত যদি ভারতীয়রা সমবায়বতা এবং তোমার নিজের পরিবার তোমায় যদি বলে তুমি ৫ ফুট ৭ ইঞ্চি নয় মানে তুমি সুন্দর নও। আমি আশা করি এটা তোমায় জানিয়ে সাহায্য করছি যে আমি ৫ ফুট ৩ ইঞ্চি এবং শ্যামবর্ণ তবুও আমি খুব খুশি এবং তোমারও হওয়া উচিত। #endcolourism.'
পোস্টটা করার পর বলিউডের অজস্র ব্যক্তিত্বকে দেখা যায় সুহানাকে সাপোর্ট করতে। এমনকী তাঁর পরিবারকেও অনেক সাপোর্ট করেন। ডিরেক্টর জোয়া আখতার, অভিনেতা সঞ্জয় কাপুরের স্ত্রী মাহিপ, সইফ পুত্র ইব্রাহিম আলি খান, অভিনেত্রী অনন্য পান্ডে-সহ আরও অন্যান্যদের দেখা যায় তাঁকে সাপোর্ট করতে।
তবে সেরা প্রশংসা করেছেন তাঁর মা ইন্টিরিয়র ডিজাইনার ও প্রযোজক গৌরী খান। এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'এখন সময় এসেছে আমাদের গায়ের রঙ নিয়ে বর্ণবিদ্বেষ বন্ধ করা, আমি গর্বিত ও নিজের জন্য নিজে রুখে দাঁড়িয়েছে।'