বিগত কয়েক মাস ধরে বারবার বিতর্কের শিরোনামে উঠে এসেছে ‘ইন্ডিয়াস গট লেটেন্ট’ নামক অনুষ্ঠানটির নাম। অনুষ্ঠানের উপস্থাপক স্ট্যান্ড আপ কমেডিয়ান সময় রায়না এই বিতর্কের জেরে এই মুহূর্তে আরও বেশি চর্চায় রয়েছেন। এবার অনুষ্ঠানটি ঘিরে দুঃখ প্রকাশ করে একটি বয়ান রেকর্ড করতে দেখা গেল সময়কে। কী বললেন তিনি?
‘ইন্ডিয়াস গট লেটেন্ট’ অনুষ্ঠানটি মূলত একটি কমেডি শো। অনুষ্ঠানের বিচারক থেকে প্রতিযোগী, এমনকি দর্শকরা অনুষ্ঠানে চলতে থাকা কমেডি দেখে বেশ আনন্দ পেতেন। তবে কমেডির মোড়কে করা একটি মন্তব্যকে ঘিরেই তৈরি হয়েছিল বিতর্ক। বাবা-মায়ের যৌনতা নিয়ে মন্তব্য করার জেরে যে বিতর্ক তৈরি হয়েছিল, তা গড়িয়েছিল কোর্ট পর্যন্ত।
আরও পড়ুন: ছবি মুক্তির আগেই বিক্রি! কে কিনল অজয়ের ‘রেইড ২’-এর স্বত্ব?
আরও পড়ুন: ফের সুজয়ের সঙ্গে জুটি বাঁধছেন বিদ্যার, তাহলে কী আসছে ‘কাহানি থ্রি’?
বিতর্কে পুলিশের তরফে তলব করা হয়েছিল প্রতিযোগী থেকে দর্শক, বিচারক সকলকেই। কিছুদিন আগে ডাকা হয়েছিল রণবীরকেও। এবার পুলিশি তলবে হাজিরা দিলেন সময় রায়না। গত সোমবার অর্থাৎ ২৪ মার্চ নবি মুম্বইয়ের মহারাষ্ট্র সাইবার পুলিশের সামনে বিবৃতি দেন সময়। পুলিশের কাছে সময় সম্পূর্ণ ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন এবং ভবিষ্যতে আরও বেশি সতর্ক থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। ভবিষ্যতে এরকম ঘটনা আর ঘটবে না বলেই আশ্বস্ত করেছেন তিনি।
আরও পড়ুন: ‘দ্যা ডিপ্লোম্যাট’ ছবির প্রশংসায় পঞ্চমুখ বিজেপি, কী বলছে শাসক দল?
আরও পড়ুন: 'আমাদের কেউ মনে রাখবে না...', কী কারণে মন খারাপ আমিরের? এমন কী হল তাঁর?
সময় বলেছেন, ‘আমি যা বলেছি তার জন্য আমি গভীরভাবে অনুতপ্ত। অনুষ্ঠানে চলার সময় স্রোতে ভেসে আমি এটি করে ফেলেছি। যা হয়েছে বা যা বলেছি তা ইচ্ছাকৃত নয়। আমি বুঝতে পারছি আমি যা বলেছি তা অত্যন্ত ভুল। এই বিতর্ক মানুষের মনের ওপর এমন প্রভাব ফেলেছে যে আমার সম্প্রতি হওয়া কানাডা সফর একেবারেই ভালো হয়নি।’
তবে এই বিতর্কে জেরে আরও একটি ভিডিয়ো সামনে উঠে এসেছে সোশ্যাল মিডিয়ার হাত ধরে। পশ্চিমবঙ্গের একটি ছোট্ট মেয়ের অসুস্থতাকে ঘিরে সময়ের ডার্ক কমেডি করাকে একেবারেই ভালো চোখে দেখেননি নেটিজেনরা। সময়ের এই ক্ষমা চাওয়ায় তাঁর প্রতি মানুষের ক্ষোভ আদৌ কমবে কিনা, তা একমাত্র সময় বলতে পারবে।