৯ মাস পর অবশেষে পৃথিবীতে ফিরলেন সুনীতা উইলিয়ামস এবং বুশ উইলমোর। তারপরই সুনীতাকে ভারতরত্ন সম্মান দেওয়ার দাবি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে জানান তিনি নাকি স্পেস সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন। এরপরই তাঁকে নাম না করে বিদ্রূপ করলেন অভিনেতা ঋত্বিক চক্রবর্তী।
আরও পড়ুন: রিয়েলিটি শোতে মালাইকাকে চোখ মেরে চুমু ১৬ বছরের কিশোরের! 'অসভ্য' আচরণে বিরক্ত বিচারক কী ঘটালেন?
কী ঘটেছে?
এদিন ঋত্বিক চক্রবর্তী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুনীতাকে নিয়ে বলা কথা এবং একই সঙ্গে কিছুদিন আগে তাঁর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যাওয়া না যাওয়া নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছিল সেটাকে মিলিয়ে একটি মজার মন্তব্য করেন। অভিনেতা সেখানে লেখেন, 'লোকটা বলল ফেসবুকে দেখলাম সুনীতা বন্দোপাধ্যায় স্পিভাক মোটেই অক্সফোর্ড যাচ্ছেন না, উনি বিয়ার কোম্পানির ডাকে স্পেসে গেছিলেন এখন এলনের রকেট চেপে ফিরে আসলেন।' তিনি একই সঙ্গে লেখেন, 'ফিরে আসার রকেট তো তাই নাম রেখেছে ফিরেএসোচাকা-এক্স।'
আরও পড়ুন: সুমনের বায়োপিক আনছেন সৃজিত? নিজের চরিত্রে কাকে পছন্দ 'নাগরিক কবিয়াল'-এর?
এই বিষয়ে জানিয়ে রাখা ভালো এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুনীতাদের পৃথিবীতে ফিরে আসা প্রসঙ্গে জানিয়েছেন সুনীতারা যখন মহাকাশে গিয়েছিলেন, তখন জানতে পেরেছিলেন যে মহাকাশযানে কোনও সমস্যা হয়েছে। সেই অবস্থায় তাঁদের ফিরিয়ে আনতে গেলে পরিস্থিতি ভয়াবহ হতে পারত বলেও জানান মমতা। তবে দেরি হলেও শেষপর্যন্ত যে একেবারে সুরক্ষিতভাবে সুনীতারা পৃথিবীতে ফিরে এসেছেন, সেজন্য স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তিনি এদিন এও জানান সুনীতাদের যে যন্ত্রণা সহ্য করতে হচ্ছে, তা নিয়ে নিয়মিত খোঁজখবর নিতেন। এমনকী এখন মহাকাশ বিজ্ঞান নিয়েও পড়াশোনা করছেন। এই বিষয়ে আরও বলে রাখা ভালো, মুখ্যমন্ত্রীর সেই মন্তব্যের জবাবে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দাবি করেছেন যে মমতা নাকি ‘সুনীতা উইলিয়ামসের’ পরিবর্তে ‘সুনীতা চাওলা’ (মুখ্যমন্ত্রী কল্পনা চাওলা নিয়েও কথা বলেন) বলেছেন।
আরও পড়ুন: 'আগের মতো নেই' কৌশানি! সোমলতার কণ্ঠে 'কিলবিল সোসাইটি'র কোন লড়াইয়ের ঝলক ফুটে উঠল গানের সুরে?
আরও পড়ুন: তসলিমার কলকাতায় ফেরায় ‘আপত্তি’ কবীর সুমনের? গায়ককে 'জিহাদি' তকমা দিয়ে একহাত নিলেন 'লজ্জা' লেখিকা