২০০৭ সালে রাজস্থানে একটি প্রচারমূলক ইভেন্টে হলিউড অভিনেতা রিচার্ড গেরে প্রকাশ্যে চুম্বন করেছিল বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টিকে। আর তা নিয়ে দায়ের হওয়া অশ্লীলতা মামলায় সোমবার মুম্বইয়ের একটি সেশন কোর্ট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের দেওয়া আদেশ বহাল রাখল। দায়রা বিচারক এসসি যাদব ম্যাজিস্ট্রেটের আদেশকে চ্যালেঞ্জ করে মহারাষ্ট্র রাজ্যের দায়ের করা পুনর্বিবেচনার আবেদন খারিজ করে দেন। প্রচারমূলক ইভেন্টের ওই ঘটনার পরে, রাজস্থানের মুন্দাওয়ারে প্রথম শ্রেণীর বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের কাছে শিল্পা এবং রিচার্ডের বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করা হয়েছিল। ভারতীয় দণ্ডবিধির ধারা ২৯২, ২৯৩, ২৯৪ (অশ্লীলতা) এর অধীনে এবং তথ্য প্রযুক্তি আইন ও মহিলাদের অশালীন প্রতিনিধিত্ব (নিষেধ) আইনের অধীনে এই মামলা দায়ের হয়। পরে শিল্পার তরফে মামলাটি মুম্বইতে স্থানান্তরিত করার আবেদন জানানো হয়, যাতে সুপ্রিম কোর্ট অনুমোদন দিয়েছিল। এবং স্থানান্তর করার পর সেই মামলা মুম্বইয়ের ব্যালার্ড পিয়ারের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দ্বারা শুনানি হয়।ম্যাজিস্ট্রেট কেতকী চ্যাবন ২০২২ সালের জানুয়ারিতে শিল্পাকে অব্যাহতি দিয়েছিলেন এই মতামত দিয়ে যে, অভিনেত্রী রিচার্ড দ্বারা এই কাজের শিকার, যিনি এই মামলার মূল অভিযুক্ত। এই আদেশকেই মহারাষ্ট্র রাজ্য দায়রা আদালতে চ্যালেঞ্জ করেছিল। তাদের তরফে দাবি ছিল যে, ম্যাজিস্ট্রেট অভিযুক্তকে অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে ভুল করেছেন এবং আদেশটি বেআইনি এবং প্রাকৃতিক ন্যায়বিচারের নীতির বিরুদ্ধে। সঙ্গে আরও দাবি করা হয়েছিল যে শেট্টি নিজেকে জনসমক্ষে চুম্বন করার অনুমতি দেওয়ায় তিনিও ২৯৪ আইপিএস ধারার অধীনে 'অশ্লীল কাজ'-এর আপরাধের আওতায় আসেন। প্রসঙ্গত, ১৫ বছর আগের ওই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন শিল্পা ও রিচার্ড, সেখানে প্রকাশ্যে আচমকাই শিল্পাকে জড়িয়ে ধরে চুমু খান হলিউড তারকা। ওই ঘটনায় নিজের সাফাইতে শিল্পা জানিয়েছিলেন, সেইসময় রিচার্ডের আচরণের প্রতিবাদ করতে পারেননি তিনি ঠিকই তবে ঘটনার আকস্মিকতায় চমকে গিয়েছিলেন। এর জন্য অশ্লীলতার দায়ে অভিযুক্ত করাটা অনুচিত। আদালতের রায়ে বর স্বস্তি পেলেন অভিনেত্রী।(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক http://htipad.onelink.me/277p/p7me4aup)