‘দ্য কপিল শর্মা’র শো-তে এসে হাজির হয়েছিলেন সোনালি কুলকার্ন, রবি কিষাণ এবং সচিন খেদেকর। সেই এপিসোডের একটি নতুন প্রোমো শেয়ার করা হয়েছে সোনি এন্টারটেইনমেন্ট-এর ইউটিউব চ্যানেলে। ভিডিয়োতে সোনালি তাঁর সিনেমার পুরনো স্মৃতি শেয়ার করেন। সিনেমায় রবির স্ত্রীর চরিত্রে অভিনয় করার জন্য তাকে কীভাবে প্রস্তাব দেওয়া হয়েছিল সোনালিকে, সেই স্মৃতিচারণ ঘটান অভিনেত্রী। যদিও তিনি নাম উল্লেখ করেননি সিনেমার, সম্ভবত শ্যাম বেনেগালের ওয়েল ডন আব্বা-র গল্প উল্লেখ করছেন। সিনেমায় এক বিবাহিত দম্পতির চরিত্রে অভিনয় করেছিলেন তাঁরা।অভিনেত্রী বলেন, ‘রবির সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছিলাম আমি। শ্যাম বাবু বলেছিলেন, একটা রোল আছে করবে? আমি বলেছিলাম করব। উনি বললেন, তুমি স্ত্রী হবে আর রবি কিষণ তোমার স্বামীর চরিত্রে। আমি বললাম, ঠিক আছে, রাজি'। সোনালি বলেন, ‘এবার তোমাকে রবির উপর উঠে লাফাতে হবে। খাট ভেঙে দাও'। সঙ্গে সঙ্গে রবি বলে উঠলেন, ‘আরে বাবা রে!’ অভিনেত্রী বলেন, ‘আমি তো লজ্জায়, লাল হয়ে উঠছি। কিন্তু সঙ্গে রবি ছিল, তাই দারুণ লেগেছিল’। রবির অভিব্যক্তি মুহূর্তের মধ্যে বিব্রত থেকে হতবাক হয়ে যান। কিছু অনুরাগী কমেন্ট বক্সে মন্তব্য করেছেন। অনেকেই হাসির ইমোজি দিয়েছেন। কারও মন্তব্য, ‘এটা কি পারিবারিক শো?’ অপর একজন বলেছেন, ‘সোনালি নয় রবি কিষাণ লজ্জায় লাল হয়ে উঠেছেন’। রবি কিষাণ, সচিন খেদেকর এবং সোনালি কুলকার্নিকে শো ‘হুইসেলব্লোয়ার’এর প্রচার করতে দ্য কপিল শর্মা শোতে এসে হাজির হয়েছিলেন।