রণবীর কাপুর আপাতত উঠেপড়ে লেগেছেন পরের ছবি ‘তু ঝুটি ম্যায় মক্কার’-এর প্রচারে। সঙ্গে ছবির ব্যাপারে কথা বলার ফাঁকে ফাঁকে মেয়ে রাহাকে নিয়েও শেয়ার করছেন নানা তথ্য়। তবে হঠাৎই এমন একটা কথা বলে বসলেন যা শুনলে যে কেউ অবাক হবে। ‘ব্রহ্মাস্ত্র’ অভিনেতা সাফ জানালেন তিনি চান না কোনওভাবেই মেয়ের ব্যক্তিত্ব মা আলিয়ার মতো হোক।
২০২২ সালে এপ্রিল মাসে বিয়ে করেন রণবীর আর আলিয়া। এরপর জুন মাসে দেন সন্তান আসার খবর। নভেম্বরে মেয়ে রাহার জন্ম দেন এই দম্পতি। আর এবার বলে বসলেন যে, তিনি চান না বড় হয়ে রাহা তাঁর ব্যক্তিত্ব গ্রহণ করুক এবং আলিয়ার নয় কারণ তিনি 'ঘরে দুটি আলিয়া' সামলাতে পারবেন না। আরও পড়ুন: এটা জুহি না কিয়ারা আডবানি! বাবার বান্ধবীর সঙ্গে মুখের কত মিল সিদ্ধার্থের বউয়ের
রাহাকে নিয়ে ঠিক কী বললেন রণবীর?
গুডটাইমসের সঙ্গে একটি সাক্ষাৎকারে বরফি অভিনেতাকে তাঁর মেয়েকে কার মতো দেখতে জিজ্ঞাসা করা হয়েছিল। সঙ্গে তাঁকে জিজ্ঞাসা করা হয়েছিল যে সে বড় হয়ে রাহা কার মতো হন তিনি চান। আর জবাবে রণবীর বলেছিলেন যে তিনি চান রাহাকে তার মা আলিয়ার মতো দেখতে হোক। এতে 'সুন্দরী' হবে সে। তিনি আরও বলেন, তবে তিনি চান রাহা তার ব্যক্তিত্বের অধিকারী হোক। কারণ আলিয়ার মতো আরও একটি মেয়েকে সামলানো তাঁর জন্য একটি 'কঠোর কাজ' হবে। সঙ্গে খোলসা করেন আলিয়া অনেক কথা বলেন। যদিও বউকে 'খুব প্রাণবন্ত'ও বলেছেন তিনি। আরও পড়ুন: ‘আমার বেবি গার্ল!’, জেলে বসেই জ্যাকলিনকে দোলের আদুরে বার্তা সুকেশ চন্দ্রশেখরের