মুখ রক্তে লাল। চোখের চাউনি দৃঢ়। পরনের সাদা টিশার্টের রঙ রক্তে লাল হয়ে গিয়েছে-- অভিনেতা রণবীর কাপুরের এমন ছবি দেখে শিউরে উঠল নেটপাড়া। গত বছরের ডিসেম্বরে মুক্তি পেয়েছিল সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত অ্যানিম্যাল। সেই ছবিতে রক্তাক্ত রণবীরকে দেখেছিল দর্শক। ইনস্টাগ্রামে ফের যেন একবার রণবিজয় ওরফে আজিজ-এর একটা ভিন্ন রূপ ধরা পড়ল।
অ্যানিম্য়ালে রণবীর যখন আজিজ
এই ছবিতে রণবীরের চরিত্রের নাম ছিল রণবিজয় সিং। তবে ছবির শেষে জানা যায় যে আজিজ (হক) প্লাস্টিক সার্জারির মাধ্যমে রণবিজয়ের রূপ ধারণ করেছিল। শেষের দৃশ্যে দেখা গেছে আজিজ কতটা হিংস্র ছিলেন, অ্যানিমেলের সিকুয়েল অ্যানিম্যাল পার্কে সেই কাহিনি আরও বিস্তারিতভাবে ফুটে উঠবে। সেলিব্রিটি হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিম রক্তে ভেজা রণবীরের এই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। ছোট চুলের রণবীরকে দেখে অবাক ভক্তরা।
তিনি লেখেন, ‘আজিজের ইন্ট্রো শ্যুটের দিন অ্যানিম্যাল সিনেমার সেটে আমার তোলা কয়েকটি ছবি এবং এই ছবিগুলিতে আমার সেরা অংশটি হল আপনি রণবীরের চোখে যে আবেগ দেখতে পাচ্ছেন’। তিনি আরও জানান যে ফটোগ্রাফার সেই সময় উপস্থিত না থাকায় শ্যুটিং শেষে তিনি নিজেই রণবীরের ছবিগুলি তুলেছিলেন। তিনি লেখেন, ‘আমার মনে আছে, রণবীর যখন শট শেষ করে আমার পাশে বসেছিলেন, তখন আমি ওঁকে অনুরোধ করেছিলাম আমাকে কিছু ছবি তোলার অনুমতি দিতে, কারণ অফিসিয়াল ফটোগ্রাফারকে জরুরি কারণে তাড়াতাড়ি চলে যেতে হয়েছিল।’
তিনি আরও জানিয়েছেন যে ছবিতে রণবীরকে কিশোর বয়সের লুক দিতে প্রচুর 'হোমওয়ার্ক' করতে হয়েছিল। আলিম লিখেছেন, ‘কিশোর রণবিজয় চরিত্রটিকে নতুন দেখাতে প্রচুর হোমওয়ার্ক করা হয়েছিল… রণবীরের ১৬-১৭ বছর বয়সের অনেক ছবি সংগ্রহ করেছিলাম। আমরা চুলে একই পূর্ণতা, টেক্সচার এবং স্বাস্থ্য তৈরি করতে চেয়েছিলাম যা সাধারণত একটি কিশোর ছেলের থাকে’।
ভক্তরা প্রতিক্রিয়া জানিয়েছেন
রণবীরের এই ছবি দেখে উত্তেজিত ভক্তরা। ‘অ্যানিম্যাল’ উগ্র পৌরুষের যে উদযাপন দেখানো হয়েছে তা নিয়ে সমালোচনার শেষ নেই, তবে বক্স অফিসে টাকার পাহাড়ে বসেছেন সন্দীপ-রণবীররা। অ্যানিম্যালের সিক্যুয়ালের জন্য অপেক্ষা জারি রয়েছে।
অ্যানিমেল পার্ক ছাড়াও রণবীরকে শিগগিরই নীতেশ তিওয়ারির 'রামায়ণ' ছবিতে দেখা যাবে, যেখানে সহ-অভিনেতা হিসেবে দেখা যাবে সাই পল্লবীকে। এছাড়াও ভিকি কৌশল এবং আলিয়া ভাটের সাথে সঞ্জয় লীলা বানসালির লাভ অ্যান্ড ওয়ার ছবিতেও অভিনয় করবেন রণবীর। দীর্ঘ ১৭ বছর পর ‘সাওয়ারিয়া’ পরিচালকের সঙ্গে কাজ করতে চলেছেন রণবীর। বনশালির হাত ধরেই শুরু হয়েছিল রণবীরের ফিল্মি সফর। সাওয়ারিয়ার আগে বনশালির সহকারী পরিচালক হিসাবেও কাজ করেছেন তিনি।