রণবীর কাপুরের পিসতুতো ভাই আদর জৈনের বিয়ে। বান্ধবী আলেখা আডবানির সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন আদর। আর সেই বিয়ের অনুষ্ঠানে হাজির ছিল গোটা কাপুর পরিবার। রণবীরের হাত ধরে শ্বশুরবাড়ির বিয়ের অনুষ্ঠানে হাজির ছিলেন আলিয়া ভাট। সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে কাপুরদের বিয়ে বাড়ির নানান মুহূর্ত।
এমনই এক ভিডিয়োতে দেখা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠানে রাখা চেয়ারে পাশাপাশি বসে রয়েছেন কাপুর বাড়ির সদস্যরা। ভিডিয়োটি মেহেন্দি অনুষ্ঠানের দিন তোলা হয়। সেখানে শুরুতেই ইশারা করে খেয়েছেন কিনা প্রশ্ন করতে দেখা যায় আলিয়াকে। এরপর এগিয়ে এসে বড়দের পায়ে হাত দিয়ে প্রণাম করতে, আশীর্বাদ নিতে দেখা গেল রণবীর-আলিয়াকে। সেখানে ছিলেন রাজ কাপুরের বড় ছেলে মানে রণবীরের জ্যাঠামশাই রণধীর কাপুর ও জ্য়েঠিমা ববিতা কাপুর সহ আরও অনেকেই। প্রথমে প্রণাম করা শুরু করেন আলিয়া, এরপর তাঁকে অনুসরণ করেন রণবীরও। আলিয়া-রণবীরের বড়দের সম্মান করতে দেখে প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া।
আরও পড়ুন-রেখা বা জয়া নয়, অমিতাভ বচ্চনের সব থেকে হিট নায়িকা তিনিই, আবারও পর্দায় ফিরছেন রানাঘাটের মেয়ে রাখি
আরও পড়ুন-‘চঞ্চল চৌধুরীকে তো পারলে মেরে ফেলবে’, বাংলাদেশ ও ইউনুস সরকারকে নিয়ে বিস্ফোরক হাসিনা ঘনিষ্ঠ নিঝুম