পুজোর ঠিক মুখে মুখেই মুক্তি পেয়েছে দশম অবতার। একসঙ্গে আরও তিনটি ছবি মুক্তি পায়। ফলে পুজোর আবহে এখন বক্স অফিসে এই তিন ছবির টানটান লড়াই চলছে। কিন্তু সবার থেকে যেন খানিক এগিয়ে আছে ২২ শে শ্রাবণের এ প্রিক্যুয়েল।
কত আয় করল দশম অবতার?
১৯ অক্টোবর মুক্তি পেয়েছে দশম অবতার। পুজোর ঠিক আগেই বড় পর্দায় আসে এই ছবি। দশম অবতার মুক্তি পাওয়ার পর মাত্র ৫ দিন কেটেছে এর মধ্যেই এই ছবি ৩.৫ কোটি টাকা আয় করে ফেলেছে। সম্প্রতি এমনটাই জানাল এসভিএফ। এদিন টুইট করে এসভিএফের তরফে জানানো হয় 'বাম্পার ৫ দিন!' সেখানেই তারা একই সঙ্গে জানায় যে এই ছবি বক্স অফিসে ৩.৫ কোটি টাকা আয় করেছে মুক্তি পাওয়ার পর।
আরও পড়ুন: দুর্গার আরতি দেখে ঝরঝর করে কেঁদে ফেললেন অপরাজিতা, রাতে ভোল পাল্টে জমিয়ে নাচ 'লক্ষ্মী কাকিমার'
আরও পড়ুন: 'ও আছে বলেই...' মেয়েকে নিয়ে ঠাকুর দেখতে হাজির স্বস্তিকা, আবেগপ্রবণ হয়ে লিখলেন কী?
দশম অবতার প্রসঙ্গে
দশম অবতার ছবিটির পরিচালনা করেছেন সৃজিত মুখোপাধ্যায়। এটি আদতে ২২ শে শ্রাবণ এবং ভিঞ্চি দা ছবি দুটোর প্রিক্যুয়েল। এখানে আবারও প্রবীর রায়চৌধুরী হয়ে ফিরছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সঙ্গে বিজয় পোদ্দার হয়ে আছেন অনির্বাণ ভট্টাচার্য। সঙ্গে অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন জয়া আহসান এবং যিশু সেনগুপ্ত। এই ছবির জন্য সঙ্গীত পরিচালনা করেছেন অনুপম রায়। ইতিমধ্যেই ছবির স্ক্রিপ্ট থেকে গান সবই পছন্দ হয়েছে দর্শকদের। পেয়েছে তুমুল সাড়াও।