জোনাস ব্রাদার্সের সঙ্গে ‘হলিউড ওয়াক অফ ফেম স্টার’ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন দেশি গার্ল। আর সেখানেই প্রথম একরত্তি মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসের মুখ প্রকাশ্যে এনেছিলেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। এই অনুষ্ঠানে হাজির ছিলেন প্রিয়াঙ্কার স্বামী তথা পপ তারকা নিক জোনাসও। এর পরেও অবশ্য নিয়াঙ্কাকে ইনস্টাগ্রামে মেয়ের মুখের ছবি পোস্ট করতে দেখা যায়নি। তবে সময় বদলেছে।
রবিবার সকাল সকাল মেয়ে মালতীর সঙ্গে একাধিক ছবি ইনস্টাগ্রামের পাতায় শেয়ার করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। সেখানেই একরত্তির মুখের পরিস্কার ছবি শেয়ার করেছেন। প্রথম ছবিতে দেখা গিয়েছে একরত্তি মালতীকে কোলে আগলে বসে তিনি। সাদা টপের উপর বাদামী রঙের জ্যাকেট, চোখে চশমা পরে দেশি গার্ল। অন্যদিকে গোলাপি রঙের সোয়েটার এবং প্যান্ট পরে মালতী, মাথায় আবার হেয়ারব্যান্ডও পরেছে।
দ্বিতীয় ছবিতে দেখা গিয়েছে কালো ফ্লোরাল প্রিন্ট পোশাক পরে প্রিয়াঙ্কা। মালতীকে নিয়ে বিছানায় শুয়ে দেশি গার্ল। একরত্তিকে বুকে আগলে রয়েছেন গ্লোবাল আইকন। মালতীর পরনে সাদা প্রিন্টেড জামা-প্যান্ট। আরও পড়ুন: মহা শিবরাত্রি: পরিবারকে নিয়ে পানভেলের শিবমন্দিরে পুজো দিলেন রাকেশ রোশন, ভিডিয়ো