1 মিনিটে পড়ুন Updated: 03 Mar 2024, 03:33 PM ISTSubhasmita Kanji
Piya on Anupam Marriage: তৃতীয়বার বিয়ে করলেন অনুপম রায়। তাঁর বিয়ের দিনটা কীভাবে কাটালেন পিয়া চক্রবর্তী?
Ad
অনুপমের বিয়ের দিনটা কীভাবে কাটালেন পিয়া?
বিয়ে করলেন অনুপম রায়। তৃতীয়বারের জন্য ছাদনাতলায় গেলেন তিনি। হাত ধরলেন বহুদিনের সহকর্মী তথা প্রেমিকা প্রশ্মিতার। ১ মার্চ রেজিস্ট্রি ম্যারেজ করেন তাঁরা। ২ মার্চ ছিল রিসেপশন। তাঁদের রিসেপশনে এসেছিলেন টলিউডের অনেকেই। কিন্তু প্রাক্তনের বিয়ের দিনটা কীভাবে কাটালেন পিয়া চক্রবর্তী?
অনুপমের বিয়ের দিন কীভাবে কাটালেন পিয়া?
২ মার্চ পিয়া চক্রবর্তী কীভাবে কাটালেন সেটারই এদিন তিনি একটি ঝলক প্রকাশ্যে আনলেন। ইনস্টাগ্রাম স্টোরিতে সেটা পোস্ট করেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে ঘরে বসে গিটার বাজাচ্ছেন পরমব্রত চট্টোপাধ্যায়। তাঁর কাছে দাঁড়িয়ে আছে তাঁদের পোষ্য। ঘরোয়া পোশাক অর্থাৎ টিশার্ট এবং শর্টসে দেখা যায় এদিন অভিনেতাকে। এই ছবিতে পোস্ট করে পিয়া লেখেন, 'পারিবারিক সময়। নিনার ভালোবাসা।' এই ছবিটি পরমব্রতও তাঁর প্রোফাইলে শেয়ার করেছেন।
প্রসঙ্গত ২০২৩ সালের নভেম্বর মাসের শেষদিকে যখন পিয়া চক্রবর্তী পরমব্রত চট্টোপাধ্যায়কে বিয়ে করেন তখন অনেকেই তাঁকে অনেক কথা শুনিয়েছিলেন। হতে হয়েছিল কটাক্ষের শিকার। আর তার কয়েক মাসের মধ্যেই যখন অনুপম রায়ও নতুন করে তাঁর জীবন শুরু করলেন তখন পিয়াকে এমনই একটি সুখী পরিবারের ছবি পোস্ট করতে দেখা গেল।
অনুপম এবং পিয়ার প্রসঙ্গে
অনুপম রায় এবং পিয়া চক্রবর্তী ২০১৫ সালে বিবাহ বন্ধন আবদ্ধ হন। কিন্তু ২০২১ সালেই তাঁদের পথ আলাদা হয়। বিচ্ছেদ হয় তাঁদের। এরপর টানা যে যাঁর মতো জীবনে এগিয়ে গিয়েছেন।
এবারের ফাল্গুনে বাউন্ডুলে ঘুড়ি যেন ভালোবাসায় বাঁধা পড়ল। তৃতীয়বারের জন্য বিয়ে করলেন অনুপম রায়। পাত্রী গায়িকা প্রশ্মিতা পাল। তাঁরও এটা দ্বিতীয় বিয়ে। তিনি এবং প্রশ্মিতা কাজের সূত্রেই একে অন্যকে বহুদিন ধরে চেনেন। গত এক বছর ধরে তাঁরা সম্পর্কে ছিলেন। তারপর সিদ্ধান্ত নেন বিয়ের। ১ মার্চ দুই বাড়ির সকলের উপস্থিতিতে আইনি বিয়ে সেরেছেন তাঁরা। দক্ষিণ কলকাতার একটি অভিজাত ক্লাবে শনিবার বিকেলে তাঁদের রিসেপশন হয়। সেখানে উপস্থিত ছিলেন টলিউডের এক ঝাঁক তারকা। এসেছিলেন চন্দ্রবিন্দুর উপল সেনগুপ্ত, অনিন্দ্য চট্টোপাধ্যায়, চন্দ্রিল ভট্টাচার্য, লোপামুদ্রা মিত্র, জয় সরকার, সৃজিত মুখোপাধ্যায়, প্রবুদ্ধ রাহা, অনুপম রায়ের ব্যান্ডের সদস্যরা, প্রমুখ।