পছন্দের ধারাবাহিক বা শো-র ফলাফল টিআরপি তালিকাতে কেমন হচ্ছে, তা আজকাল জানার আগ্রহ আট থেকে আশি সকলের। সোম থেকে শুক্র, ডেইলি সোপ দেখার জন্য যেমন অধীরে অপেক্ষা করেন বাঙালি, তেমনই রমরমা রিয়েলিটি শো-গুলিরও। যদিও আপাতত শুধু জি বাংলাতেই চলছে রিয়েলিটি শো, স্টার জলসা সেই সময় তাদের সিরিয়ালগুলিই চালাচ্ছে। চলুন দেখে নেওয়া যাক, কে কাকে টক্কর দিয়ে গেল নম্বরে।
নন ফিকশনের রেসে ধরা ছোঁয়ার বাইরে দিদি নম্বর ১। রচনা বন্দ্যোপাধ্যায় সিনেমা দিয়ে কেরিয়ার শুরু করলেও, এখন তাঁর ধ্যানজ্ঞান সবটাই টিভি। বিগত বছর দশেক ধরে তিনি টেলিভিশনের এই গেম শো সঞ্চালনা করছেন। মাঝে রচনার জায়গায় বেশ কিছু মুখ এসেছিল। কিন্তু তাঁরা কেউই অভিনেত্রীর মতো মনে জায়গা করতে পারেনি বাংলার কোণায় কোণায়। গত সপ্তাহে দিদি নম্বর ১-এর প্রাপ্ত নম্বর ৬.৭।
আরও পড়ুন: এবারের চমক গীতা এলএলবি, হারিয়েই দিল জগদ্ধাত্রীকে? অনুরাগকে টেক্কা নিম ফুলের
পিছনেই রয়েছে দাদাগিরি। সৌরভ গঙ্গোপাধ্যায় যেমন কামাল করেছিলেন ক্রিকেট পিচে, তেমনই ক্যামেরার সামনেও দাদা সমানভাবে সাবলীল। তবে চলতি সিজনে যেন কিছুতেই দাদা পাল্লা দিয়ে উঠতে পারছে না দিদির সঙ্গে। নম্বরে বারবার পিছিয়ে পড়ছে। দিদি নম্বর ১-এর প্রাপ্ত নম্বর ৬.৭।
আরও পড়ুন: একসঙ্গে সেলফি, ছবিতে মন্তব্য, রাজের ‘বাবলি’তেই দেখা যাবে সৌমিতৃষাকে? এল জবাব