টিভির চর্চিত জুটি নীল ভট্টাচার্য আর তৃণা সাহা। অনস্ক্রিন তাঁদের একসঙ্গে না দেখা গেলেও, অফস্ক্রিন তৃনীল জুটিকে খুব ভালোবাসেন নেট-নাগরিকরা। ২০২০ সালে শহর কলকাতাতে বেশ ধুমধাম করে বসেছিল এই দুই তারকার বিয়ের আসর। হাজির ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর অবশেষে বিয়ের আড়াই বছর পর সোশ্যাল মিডিয়ায় সুখবরটা শেয়ার করে নিলেন তাঁরা। যা শুনে আপ্লুত অনুরাগীরা।
চলতি বছরেই রটে গিয়েছিল ডিভোর্স হতে চলেছে নীল আর তৃণার। যা মন খারাপ করে দিয়েছিল তাঁদের ভক্তদের। আসলে সোশ্যাল মিডিয়ায় একে-অপরের সঙ্গে কোনও পোস্ট আনছিলেন না সেইসময়। না দিচ্ছিলেন জুটিতে কোনও ফোটো বা রিল। তাই অনেকেই ধারণা করে ফেলে, নীল আর তৃণার সুখের সংসারে ভাঙন ধরেছে বুঝি। প্রথম দিকে চুপ থাকলেও, পরে সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেন দুজনেই। অনুরোধ করেন, শুধুমাত্র গুজবের ভিত্তিতে এরকম কোনও কথা না লিখতে যা তাঁদের পরিবারের উপর মানসিক চাপ ফেলতে পারে। আরও পড়ুন: ভাঙলেন প্রথা! চোখে জল, শেষযাত্রায় বাবার মরদেহ কাঁধে তুলে বাহবা পেলেন অঙ্কিতা
সে যাই হোক, এবার আসা যাক গুড নিউজ প্রসঙ্গে! কী ভাবছেন, সন্তান আসছে নীল আর তৃণার কোল আলো করে? আপাতত সেরকম কোনও খবর নেই। তবে এ আনন্দ তাঁদের কাছে সন্তানের থেকে কম নয়। দুই তারকা মিলে একটি ক্লোদিং লাইন শুরু করলেন। যার নাম ক্লদ বাই তৃনীল। গড়িয়াহাটের যশোদা ভবনে নিজেদের স্টোর খুলেছে স্টার কাপল। ইতিমধ্যে লক্ষ্মী-গণেশ পুজো করে দোকানের উদ্বোধন করে ফেলেছেন। সেই খবর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়ে নীল লিখেছেন, ‘নতুনের শুরু। আমরা শুধুমাত্র আপনাদের ভালোবাসা চাই।’ তৃনীল জুটির কিন্তু নিজস্ব একটা স্টুডিয়োও আছে শহরে। অভিনয়ের পাশাপাশি মন দিয়ে ব্যবসাটাও করছেন তাঁরা। আরও পড়ুন: বমির ভয়ে গাড়িতে চড়তে ভয় পান? রইল ৭ চটজলদি সমাধান
চলতি মাসেই বড় বিতর্কে জড়ান তৃণা। ‘মাতঙ্গিনী’ ওয়েব সিরিজের শ্যুট ছেড়ে বেরিয়ে আসেন তিনি অভিনেত্রী সোহিনী সরকারের সঙ্গে বিবাদের জেরে। এই ঘটনায় বেশিরভাগ আঙুল ওঠে তৃণার দিকেই। এমনকী তাঁকে বাদও দিয়ে দেওয়া হয়। আর নীলকে বর্তমানে দেখা যাচ্ছে ধারাবাহিক ‘বাংলা মিডিমায়’-এ, তিয়াসা রায়ের বিপরীতে। টিআরপি তালিকায় সেভাবে ভালো ফল করতে ব্যর্থ সেই মেগা। তাই খবর বলছে, খুব জলদিই বন্ধ করে দিতে পারে চ্যানেল।