সিনেমার পর্দায় সাহসী দৃশ্যে যেমন সাবলীল অভিনয়, তেমনই রিয়েল লাইফেও মর্ডান সিদ্ধান্ত নেওয়া উচিত বলেই মনে করেন জিনাত আমন। তাঁর মতে, বিয়ের আগে একসঙ্গে থাকা উচিত। জিনাতের সেই মন্তব্যেরই পালটা মুখ খুলেছেন মুমতাজ, সায়রা বানুও। এ বার জিনাতের মন্তব্য নিয়ে কড়া সমালোচনা করেছেন মুকেশ খান্না।
জিনতের মন্তব্য নিয়ে মুকেশ খান্না
সুপারহিট টিভি শো 'শক্তিমান' খ্যাত অভিনেতা মুকেশ দৈনিক জাগরণকে বলেছেন, ‘আমাদের সংস্কৃতি এবং ইতিহাসে, লিভ-ইন সম্পর্কের মতো জিনিস কখনও স্বীকৃত হয়নি। এটি পশ্চিমী সভ্যতা থেকে এসেছে। জিনাত আমান যাই বলুন না কেন, তিনি প্রথম দিন থেকেই পশ্চিমী সভ্যতা অনুসারে জীবনযাপন করেছেন। জিনাত যেটা বলছে সেটা মেনে নেওয়া যায় না, একটা ছেলে আর একটা মেয়ে দুজনে প্রথম থেকে স্বামী-স্ত্রীর মতন থাকলে কী হবে! যারা এ ধরনের কথা বলছেন, তাঁদের ভেবেচিন্তে কথা বলা উচিত’।
আরও পড়ুন: মেরামত হওয়ার পর কেমন দেখতে হয়েছে প্রিয়াঙ্কা-নিকের LA হোম, প্রকাশ্যে এল চোখ ধাঁধানো ছবি
মুমতাজের মন্তব্য
১৯৭১ সালে দেব আনন্দের 'হরে রাম হরে কৃষ্ণ' ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন জিনাত-মুমতাজ। জুমকে দেওয়া এক সাক্ষাৎকারে জিনাতের ‘লিভ-ইন’ মন্তব্য নিয়ে মুমতাজ বলেন, ‘জিনাত কী পরামর্শ দিচ্ছে, সে বিষয়ে ওর সতর্ক হওয়া উচিত। সে হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ার এই বিশাল জনপ্রিয়তায় চলে এসেছে এবং আমি বুঝতে পারি যে আন্টিদর মতো শোনাচ্ছে তার উত্তেজনা। কিন্তু ফলোয়ার্স বাড়ানোর জন্য, আমাদের নৈতিক মূল্যবোধের পরিপন্থী উপদেশ দেওয়া আপনার উচিত নয়।’
আরও পড়ুন: ভোটের দিন ডুডল পরিবর্তন, আঙুলে কালির ছাপ নিয়ে উৎসবে শামিল Google-ও, খেয়াল করেছেন
সায়রা বানুর মন্তব্য
জিনাত-মুমতাজের যুযুধান জারি। এরপরই হিন্দুস্তান টাইমসের তরফে যোগাযোগ করা হয়েছিল অভিনেত্রী সায়রা বানুর সঙ্গে। একসময় জিনাত এবং মুমতাজের সঙ্গে কাজ করেছেন সায়রা বানু। এই মন্তব্যে প্রসঙ্গে অভিনেত্রী জানিয়েছেন, ‘আমি খুব একটা পড়ি না। ওরা (মুমতাজ এবং জিনাত) যা বলছে, সেগুলো খুব একটা অনুসরণ করি না। তবে আমরা খুব পুরানো দিনের মানুষ। আমাদের মধ্যে ৪০-৫০ বছর আগের প্রবণতা রয়েছে’।
আরও পড়ুন: ২১-এর নিসাকে মুড়ে আবার একদিনের জন্য পেটে রাখতে চান কাজল! কারণ জানলে হেসে ফেলবেন
কাউকে বিয়ে করার আগে লিভ-ইন সম্পর্কে থাকার বিষয় কতটা মত সায়রা বানুর, এ বিষয় অভিনেত্রীর মন্তব্য, ‘এই বিষয়টা নিয়ে কখনই আমি একমত নই। আমি কখনই এমন লিভ-ইন সম্পর্কের পক্ষে কথা বলব না। এটা আমার জন্য কল্পনাতীত এবং গ্রহণযোগ্য নয় এমন কিছু।’