ভারতের সবচেয়ে বড় বিয়ের অনুষ্ঠান চলছে বর্তমানে। আম্বানি-পুত্র অনন্ত ও রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠান চলছে জামনগরে। সচিন থেকে ধোনি, রণবীর কাপুর থেকে শাহরুখ খান, তারকাদের বড় একটা অংশ সামিল হয়েছেন সেই অনুষ্ঠানে। আর আমজনতাও রাজকীয় এই বিয়ের অনুষ্ঠানের ছবি দেখার জন্য আছেন মুখিয়ে।
তাঁদের ছেলে অনন্ত আম্বানির সংগীতের ডান্স রিহার্সল চলাকালীন ভাইরাল হল মুকেশ ও নীতা আম্বানির একটি ভিডিয়ো। দেখা গেল হবু শ্বশুর-শাশুড়ি বেশ উৎসাহের সঙ্গে দিচ্ছেন নাচের মহড়া। দেখুন এখানে ভিডিয়োটি-
আরও পড়ুন: রিহানার ৫২ কোটির পারফরম্যান্স,ড্রোন শো; অনন্ত-রাধিকার প্রাক-বিয়ের অনুষ্ঠানে অতিথি শাহরুখ-আমিররা!
ভিডিয়োটিতে নীতা ও মুকেশকে পাওয়া গেল বেশ রোম্যান্টিক অবতারে। যেন হারিয়েছেন তাঁরা একে-অপরের চোখেতে। নেটিজেনরাও রীতিমতো উত্তেজিত ভারতের সবচেয়ে বড় ব্যবসায়ী দম্পতিকে এভাবে দেখে।
আরও পড়ুন: কোটির মালিক অনন্ত-রাধিকা! বিয়েতে খাবার পরিবেশন করলেন নিজের হাতে, মুগ্ধ সকলে
অনন্ত রাধিকার সংগীতে পারফর্ম করছেন রিহানা। বৃহস্পতিবারই এই হলিউড পপ গায়িকা ও তাঁর টিম এসে হাজির হন গুজরাটে। আপাতত এখানে রয়েছে সাইনা নেওয়াল,সস্ত্রীক সচীন, ধোনি, রণবীর কাপুর-আলিয়া ভাট, রণবীর সিং-দীপিকা পাড়ুকোন, শাহরুখ খানের গোটা পরিবার, সইফ করিনা তাঁদের দুই ছেলেকে নিয়ে সঙ্গে সারা ও ইব্রাহিম, সিদ্ধার্থ মলহোত্রা, কিয়ারা আডবানি-সহ একাধিক তারকা। তবে আশ্চর্যের ব্যাপার হল, বচ্চনদের এখনও দেখতে পাওয়া যায়নি। বরাবরই বচ্চন-বধূ ঐশ্বর্য ও তাঁর মেয়ে আরাধ্যার সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক নীতা আম্বানির। এমনকী, নীতার স্কুলের ছাত্রীও আরাধ্যা।