প্রাক্তন স্ত্রী অবন্তিকা মালিকের সঙ্গে বিচ্ছেদ হয়েছে সেই কবে! অবন্তিকা এখন ইমরানের জীবনে অতীত, তবু প্রাক্তন দম্পতির জীবনে একমাত্র সত্যি যদি কেউ থাকে সেটা তাঁদের একমাত্র মেয়ে ইমারা। সম্প্রতি Hindustan Times-কে দেওয়া সাক্ষাৎকারে ইমরান জানিয়েছেন, তিনি এবং অবন্তিকা মেয়ে ইমারার দায়িত্ব দুজনে মিলেই পালন করেন। বৃহস্পতি থেকে রবি, ইমরানের কাছেই থাকে তাঁদের বছর ১০-এর মেয়ে ইমারা। আর সপ্তাহের বাকি দিনগুলি সে থাকে মায়ের কাছে।
এদিকে মেয়ে ইমারাকে নিয়ে মুখ খোলার পরপরই সামনে এল ইমরানের নতুন প্রেমিকার ছবি। হ্যাঁ, ইমরান ফের প্রেম করছেন। আমির খানের ভাগ্নের এই নতুন প্রেমিকাটি কে?
বহুদিন ধরেই শোনা যাচ্ছিল লেখা ওয়াশিংটনের সঙ্গে প্রেম করছেন ইমরান খান। তবে এবার নিজেদের সম্পর্কটা ইনস্টাগ্রামে অফিসিয়াল করলেন লেখা। বুধবার নিজের ইনস্টাগ্রামে কোনও ক্যাপশান ছাড়াই একটা ছবি পোস্ট করেছেন লেখা। যে ছবিতে অবশ্য ইমরান বা লেখা, কারোরই মুখ দেখা যায়নি। তবে আলো-আঁধারি ছবিতে তাঁদের মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। সামনে দেখা যাচ্ছে নীল সমুদ্র। পরন্ত সূর্যালোকে চিকচিক করে উঠেছে সেই সমুদ্রের জল। আর মুখোমুখি দাঁড়িয়ে একে অপরকে জড়িয়ে রয়েছেন ইমরান ও লেখা।

সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ইমরান বলেন, তিনি যখন লেখার সঙ্গে ডেটিং শুরু করেন, তখন বিষয়টি লুকিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করেছিলেন। ইমরানের কথায়, ‘আমি সচেতনভাবে এটা লুকোনোর চেষ্টা করেছি, কারণ আমার বিবাহবিচ্ছেদ এবং আমার বিবাহ বিচ্ছেদ, এর জটিলতা সবকিছুই গসিপের অংশ হয়ে উঠেছিল। আমি সেই কদর্যতা থেকে এটাকে রক্ষা করার চেষ্টা করছিলাম।তারউপর এটা নতুন সম্পর্ক ছিল। এবং তারপরে এর পরে একটি নতুন সম্পর্ক শুরু করছিলাম। লেখা আমির জীবনে ইতিবাচক প্রভাব এনেছে। ও আমার পাশে থেকে, আমার যত্ন নিয়েছে, আমার ভুলত্রুটিকেও ভালোবেসে গ্রহণ করেছে। আমি জানি না যে ওকে ছাড়া আমি এগোতে পারতাম কিনা!'
শোনা যাচ্ছে, মুম্বইয়ে একসঙ্গে বাড়ি ভাড়া নিয়েছেন এই দম্পতি। মানি কন্ট্রোল সূত্রে খবর, পরিচালক করণ জোহরের কাছ থেকে শহরের বান্দ্রার একটা অ্যাপার্টমেন্টটি লিজ নিয়েছেন ইমরান ও লেখা। অ্যাপার্টমেন্টের ভাড়া প্রতি মাসে ৯ লক্ষ টাকা!
ইমরানের অতীত
এর আগে ২০১১ সালে অবন্তিকা মালিকাকে বিয়ে করেন ইমরান। কিন্তু ২০১৯ সালে তাদের ডিভোর্স হয়ে যায়। অবন্তিকার থেকে আলাদা হওয়ার পর লকডাউনের সময় একে অপরের কাছাকাছি আসেন ইমরান ও লেখা।