অসুস্থ কৌশিক সেনের মা, অভিনেত্রী চিত্রা সেন। জানা যাচ্ছে, বৃহস্পতিবার বউমা রেশমি সেন ও নাতি ঋদ্ধি সেন তাঁকে হাসপাতালে নিয়ে যান। সেই মুহূর্তে কাজে আটকে পড়ার কারণে হাসপাতালে যেতে পারেননি কৌশিক সেন। কিন্তু এখন কেমন আছেন কৌশিক সেনের মা, অভিনেত্রী চিত্রা সেন?
মায়ের শারীরিক পরিস্থিতির বিষয়ে অভিনেতা কৌশিক সেন আনন্দবাজারকে বলেন, ‘মায়ের সোডিয়াম-পটাশিয়ামের ভারসাম্যের সমস্যা দেখা গিয়েছিল। গরমের মধ্যে এটা হতেই পারে। এতে আশঙ্কার কিছুই নেই।’
জানা যাচ্ছে, এই মুুহূর্তে টাকিতে শ্য়ুটিং করছেন রেশমী সেন। সেকারণে তিনি শাশুড়িমা চিত্রা সেনকে হাসপাতালে ভর্তি করে সন্ধ্যে ৭টা নাগাদ ফের শ্যুটিংয়ে বের হয়ে যান। এরপরে হাসপাতালে ছিলেন কৌশিক সেন ও তাঁর ছেলে ঋদ্ধি সেন। কৌশিক সেন জানিয়েছেন, ‘অভিনেত্রী চিত্রা সেনের ইসিজি, ইকোর রিপোর্ট সবই ঠিক আছে। চিকিৎসকরা জানিয়েছেন ভয়ের কিছু নেই। আসলে মায়ের অনেক বয়স হয়েছে। ওর বয়স ৮৫ পার হয়ে গিয়েছে। বার্ধক্যজনিত কারণে নানান সমস্যা দেখা যাচ্ছে। কখনও কোমরে ব্যাথা, কখনও আবার স্নায়ুর সমস্যা হচ্ছে।’