কিংবদন্তি টেনিস তারকা লিয়েন্ডার পেজের সঙ্গে ডেট করছেন 'মোহাব্বতে' অভিনেত্রী কিম শর্মা! এমনই গুঞ্জন শোনা যাচ্ছে। দিন কয়েক আগেই গোয়ার সমুদ্র সৈকতের ধারে এক রেস্তোরাঁ-তে লেন্সবন্দি হয়েছেন দুজনে। প্রায়শই মায়ানগরীতে একসঙ্গে পাপারাৎজিদের লেন্সবন্দি হন তাঁরা। এবার ফাঁস হল এক সিক্রেট। আদর করে লিয়েন্ডারকে এক বিশেষ নামে ডাকেন কিম। নিজেই সামাজিক মাধ্যমে সেই নাম ফাঁস করেন। ২৫ বছর আগে অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছিলেন লিয়েন্ডার পেজ। উদযাপন করার মতোই বিশেষ মুহূর্ত বটে। সেই ছবি ভেসে উঠল কিমের ইনস্টাগ্রাম স্টোরিতে। ক্যাপশনে লেখা, ‘অলিম্পিক্স মেডেলের ২৫ বছরে অভিনন্দন চ্যাম্প।’ হ্যাশট্যাগে ‘ফ্লাইং ম্যান’ ব্যবহার করেছেন বলি নায়িকা। যা থেকে নেটিজেনদের একাংশের মত, লিয়েন্ডারকে এই বিশেষ নামেই ডাকেন কিম। উল্লেখ্য, দিন কয়েক আগে গোয়ায় লেন্সবন্দি হওয়ার পাশাপাশি বেশ কিছু রিপোর্ট বলছে এই তারকা যুগলকে এর আগেও একসঙ্গে দেখা গেছে। জিম কিংবা বান্দ্রাতেও তাঁদের একসঙ্গে ঘোরাফেরা করতে দেখা গেছে। যদিও জনসমক্ষে তাঁরা দূরত্ব বজায় রেখেই চলেন। এই বিষয় নিয়ে সংবাদমাধ্য়মের সামনেও মুখ খোলেননি তাঁরা।'হাসিন দিলরুবা' অভিনেতা হর্ষবর্ধন রানের সঙ্গে ২০১৯ সাল থেকে ডেট করছিলেন কিম। ক্রিকেটার যুবরাজ সিংয়ের সঙ্গেও কিমের সম্পর্ক ছিল। কিন্তু অভিনেত্রীর অতিরিক্ত সংবেদনশীল আচরনের জন্য নাকি যুবরাজ তাঁর থেকে মুখ ফিরিয়ে নিতে বাধ্য় হন। জানা যায়, যুবরাজের মা-ও তাঁদের এই সম্পর্ক নিয়ে খুশি ছিলেন না। অন্যদিকে ২০১৭ সাল থেকে রিয়া পিল্লাইয়ের সঙ্গে সেপারেশনে রয়েছেন লিয়েন্ডার পেজ।