শাহরুখ বলেছিলেন, গৌরীকে জানাবেন, তবে শাহরুখ-গৌরী কেউই নাকি কথা রাখেননি। 'কৌন বনেগা ক্রোড়পতি'-র সঞ্চলক হিসাবে টেলিভিশনের পর্দায় ফিরেই এমনই অভিযোগ এনেছেন অমিতাভ বচ্চন। বুধবার, KBC-15 হটসিটে কপিল দেব নামে এক প্রতিযোগীকে স্বাগত জানিয়ে, তাঁর সঙ্গে আলাপচারিতার সময়ই এমন মন্তব্য করেন বিগ বি।
শাহরুখ-গৌরীকে নিয়ে ঠিক কী অভিযোগ করেছেন অমিতাভ বচ্চন?
KBC-15-এর প্রতিযোগী কপিল দেবের সঙ্গে কথা প্রসঙ্গে উঠে আসে শাহরুখ-গৌরীর কথা। অমিতাভ বলেন, তিনি সম্প্রতি SRK এর শঙ্গে শুটিং করছেন। সেখানেই শাহরুখের ভ্যানিটি ভ্যান দেখে বেশ মুগ্ধ হয়ে যান, সেটি ভীষণই সুন্দর। বচ্চন বলেন, সেখানে একটা টিভি, চেয়ার, স্লাইডিং দরজা, মেক আপের আলাদা জায়গা এবং এমনকি একটি বাথরুমও রয়েছে। শাহরুখ তাঁকে বলেছিলেন যে গৌরী সেটার ডিজাইন করেছেন। এমনকি শাহরুখ নাকি বলেছিলেন যে ‘আমি গৌরীকে বলব আপনার ভ্যানিটি ভ্যানটির ডিজাইনও যাতে ও করে দেয়।’ তবে অমিতাভ হাসতে হাসতে বলেন, ‘কিন্তু এখনও পর্যন্ত গৌরীর দেখা মেলেনি।’
আরও পড়ুন-Vivek Agnihotri: ‘ধর্মের বাণিজ্যিকরণ! আধুনিক বুদ্ধ চার্টার্ড প্লেনে ঘোরেন’, কার দিকে ইঙ্গিত বিবেকের?
আরও পড়ুন-খারাপ প্রভাব পড়বে, ওঁকে বাচ্চাদের কাছে নিয়ে যাবেন না, এমনও শুনেছি: সুস্মিতা