Guess Who: আগলে রয়েছেন জাকির হুসেন, বউ-টুপি মাথায় এই খুদে উইকএন্ডে ধরা দেন জি বাংলার পর্দায়, কে বলুন তো?
Updated: 18 Dec 2024, 03:28 PM ISTGuess Who: জাকির হুসেনের মৃত্যুর নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। বাংলার সঙ্গে বরাবরই নিবিড় যোগ ছিল তাঁর। কলকাতায় এলেই ছুটে যেতেন বিশেষ বন্ধুর কাছে। তাঁরই কন্যার সঙ্গে তোলা এই ছবি। খুদেকে চিনতে পারছেন?
পরবর্তী ফটো গ্যালারি