
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
কঙ্গনা রানাওয়াতের হয়ে এবার আসরে নামলেন দিদি রঙ্গোলি চান্ডেল। বাংলায় হিংসা ও দাঙ্গা ছড়াতে চাওয়ার অভিযোগ এনে বন্ধ করে দেওয়া হয়েছে কঙ্গনা রানাওয়াতের টুইটার অ্যাকাউন্ট। আর তারপরেই আনন্দ ভূষণ ও রিমঝিম দাদু নামের বলিউডের দুই ফ্যাশন ডিজাইনার সরাসরি জানিয়েছেন তাঁরা কঙ্গনার সঙ্গে আর কোনও ব্যবসায়িক সম্পর্ক রাখবে না। সঙ্গে, কঙ্গনার সঙ্গে করা তাঁদের সমস্ত কাজ সোশ্যাল মিডিয়া থেকে সরিয়ে দেবেন বলেও জানিয়েছেন। অর্থাৎ, কঙ্গনার সঙ্গে থাকা সমস্ত ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করছেন তাঁরা।
ডিজাইনার আনন্দ ভূষণের ট্যুইট, ‘এই ঘটনার পর আমাদের সোশ্যাল মিডিয়ার পেজে কঙ্গনা সম্পর্কিত সমস্ত কিছু আমরা মুছে দিচ্ছি। সরিয়ে ফেলছি। ভবিষ্যতেও তাঁর সঙ্গে যে কোনওরকম সম্পর্কে রাখা হবে না আমাদের সংস্থার তরফে, সে ব্যাপারেও কথা দেওয়া হচ্ছে। কারণ বরাবরই আমাদের সংস্থা বিদ্বেষমূলক মন্তব্যের বিরোধী!’
আর এতেই চটেছেন রঙ্গোলি। নিজের ইনস্টা স্টোরিতে রঙ্গোলি লিখেছেন, ‘এই আনন্দ ভূষণ নামক ব্যক্তি কঙ্গনার নাম করে নিজের পরিচিতি তৈরির চেষ্টা করছে। কঙ্গনা এক সঙ্গে কোনও ভাবেই যুক্ত নয়। এমনকী, আমরা একে চিনিও না… কোনও ব্র্যান্ড শ্যুটের জন্য কঙ্গনা কয়েক কোটি টাকা নেয়। আর এডিটোরিয়াল শ্যুটের কথা আলাদা! তারা কোন ব্র্যান্ড বেছে নেবে তাতে আমাদের হাত থাকে না…’
রঙ্গোলি আরও লিখেছেন, ‘এই অখ্যাত ডিজাইনার কঙ্গনার ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রীর নাম ব্যবহার করে নিজেকে জনপ্রিয় করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমি।’
রঙ্গোলি আনন্দকে ট্যাগ করে লিখেছেন, ‘আপনাকে কেউ চেনে না। তাই নিজের বাড়িতে চুপ করে বসে থাকুন’।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports