হাসিমুখে দাঁড়িয়ে সৌরভ দাস, তাঁকে পিছন থেকে জড়িয়ে ধরে রয়েছেন মহেশ ভাট। আর বর্ষীয়ান পরিচালকের কাঁধে হাত রেখে তাঁর কাছে দাঁড়িয়ে যিশু সেনগুপ্ত। হ্যাঁ, বলিউডের খ্যতনামা, বর্ষীয়ান পরিচালকের সঙ্গে দেখা মিলল বাংলার দুই অভিনেতার। ভাট ক্যাম্পে যিশু অবশ্য আগেই নাম লিখিয়েছিলেন, তবে সৌরভ নতুন। কিন্তু ব্য়াপারটা কী?
সৌরভ দাস ও যিশু সেনগুপ্ত, দুই অভিনেতা সোশ্যাল মিডিয়াতেও পোস্ট হয়েছে এই মোশন পিকচার। যার ক্যাপশানে লেখা হয়েছে #whysoserious (হোয়াই সো সিরিয়াস)। এদিকে ছবির উপর হ্য়াশট্যাগে লেখা ‘সিরিয়াস অর নট’। ব্যাস, ওই পর্যন্তই, ব্য়াপারটা কী, ঠিক কী ঘটতে চলেছে, এর বেশি কিছুই খোলসা করা হয়নি। তবে এর আগে Are You Serious হ্য়াজট্যাগে ১৫ মার্চ ও ২১ মার্চ, যিশু ও সৌরভের দুটি মোশন পোস্টার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল। তারও কয়েকদিন আগে We Are Serious হ্যাজট্যাগে একটি মোশন পোস্টার সামনে আসে। যদিও এই পোস্টার গুলিতে তাঁদের সঙ্গে মহেশ ভাটকে দেখা যায়নি। তবে এবার তাঁদের সঙ্গে মিস্টার ভাটকে দেখে নেটপাড়ার কৌতুহল তবে কি এবার সড়ক ৩ আসছে?
আরও পড়ুন-কিং খান শাহরুখের বিরুদ্ধে ১০০ কোটির মানহানির মামলা করেছিলেন মনোজ কুমার, কী ঘটেছিল?