
Betvisa
6.88% Weekly Cashback on 2025 IPL Sports
বলিউড সেলেবদের ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় প্রায়শই। শুধু তারকারাই নয় তারকা বাচ্চাদের ফ্যানবেসও ইর্ষণীয়। রবিবারই ইনস্টাগ্রামে নাইসার সঙ্গে ছবি শেয়ার করলেন জাহ্নবী। যা ইতিমধ্যেই ভাইরাল।
আমস্টারডমে তোলা হয়েছে এই ছবিখানা। লাল পোশাকে টুইনিং করছেন দুই তারকা কন্যা। তবে চর্চার বিষয় জাহ্নবী আর নাইসার সঙ্গে থাকা দুই পুরুষ। কী তাদের পরিচয়, তা জানার আগ্রই সকলের বেশি।
শ্রীদেবী আর বনি কাপুরের মেয়ে জাহ্নবী। বোন খুশি কাপুর খুব জলদি পা রাখবেন বলিউডে ‘দ্য আর্চিস’-এর হিন্দি ভার্সন দিয়ে। সঙ্গে থাকবেন শাহরুখ কন্যা সুহানা খান ও আমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দা।
ইশান খট্টরের বিপরীতে ‘ধড়ক’ দিয়ে বলিউডে ডেবিউ করেছিলেন তিনি। এরপর দেখা মিলবে ‘মিলি’তে।
সুইটজারল্যান্ডে রয়েছেন নাইসা এখন। সেখানেই উচ্চশিক্ষার জন্য রয়েছেন। সিঙ্গাপুর থেকে স্কুলের পড়াশোনা শেষ করেছেন। ১৯৯৯ সালে বিয়ে করেন কাজল আর অজয়। এরপর ২০০৩ সালে জন্ম হয় মেয়ে নাইসার। খুব সম্ভবত বছর দুয়েকের মধ্যেই বলিউডে দেখা মিলতে পারে এই তারকা কন্যার।
সোশ্যাল মিডিয়ায় প্রায়শই ট্রোল হন নাইসা। সেই সম্পর্কে বলতে গিয়ে এক সাক্ষাৎকারে অজয় দেবগণ জানিয়েছিলেন, সন্তানের সম্পর্কে এই ধরণের ট্রোল দেখে যথেষ্ট খারাপ লাগে তাঁর। অজয় দেবগনের কথায়, ‘কাজল আর আমি অভিনেতা। আমাদের বিচার করুন। আমাদের কারণেই, আমাদের ছেলেমেয়েরা প্রতিবারই স্পটলাইটের নীচে থাকে’। প্রসঙ্গত, টিন সেন্সেশন হওয়ার কারণেই বার বার লাইমলাইটে থাকেন নাইসা।
6.88% Weekly Cashback on 2025 IPL Sports